বাংলাহান্ট ডেস্ক: অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রভাস (Prabhas)। ছবিতে অ্যাকশন করতে গিয়ে চোট লাগে পর্দার ‘বাহুবলী’র। স্পেনে হাসপাতালে নিয়ে ভর্তি হতে হয় প্রভাসকে। অস্ত্রোপচার করা হয়েছে তাঁর। আপাতত তাঁকে বিশ্রামে থাকতে হবে বলে খবর হাসপাতাল সূত্রে।
জানা যাচ্ছে, পরিচালক প্রশান্ত নীলের আসন্ন ছবি ‘সালার’ এর জন্য শুটিং করছিলেন প্রভাস। একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের করতে গিয়ে চোট পান তিনি। স্পেনের বার্সেলোনায় তারই অস্ত্রোপচার করা হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, আঘাত খুব গুরুতর নয় তবে আপাতত কিছুদিন বিশ্রাম নিতে হবে প্রভাসকে।
গুঞ্জন ছড়িয়েছিল, বক্স অফিসে ‘রাধে শ্যাম’ এর ভরাডুবির পর সংবাদ মাধ্যমকে এড়াতে স্পেন উড়ে গিয়েছেন প্রভাস। তবে এখন জানা যাচ্ছে, চিকিৎসা করানোর জন্যই স্পেন গিয়েছেন তিনি। মিডিয়াকে এড়িয়ে যাওয়ার কোনো উদ্দেশ্য তাঁর নেই।
গত ১১ মার্চ মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ‘রাধে শ্যাম’। তবে ফিল্ম সমালোচকদের মুগ্ধ করতে ব্যর্থ হয়েছে ছবিটি। ২০২২ এ এখনো পর্যন্ত যে কটি ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে ব্যবসার দিক দিয়ে সবথেকে এগিয়ে ছিল ‘রাধে শ্যাম’। বছরের সবথেকে বড় ওপেনিং হয়েছিল রাধে শ্যামের। অর্থাৎ মুক্তির প্রথম দিনেই সবথেকে বেশি ব্যবসা করেছে এই ছবি। গোটা বিশ্ব জুড়ে মাত্র তিন দিনেই ১৫০ কোটি পেরিয়েছে রাধে শ্যামের ব্য্যবসা।
কিন্তু তারপর থেকেই কমতে থাকে ব্যবসার গতি। দেশজুড়ে প্রভাস অনুরাগীরা হতাশ। এক সপ্তাহে ২০০ কোটির মাইল ফলকের কাছাকাছি পৌঁছাতে পেরেছে ঠিকই, কিন্তু বাজেটের তুলনায় ব্যবসার অঙ্কটা কিছুই নয়। এই নিয়ে ‘সাহো’র পর আবারো ব্যর্থ হল প্রভাস ক্যারিশ্মা।
রাধে শ্যাম ছবিতে প্রভাসের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে। জ্যোতিষী বিক্রমাদিত্যর চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি।