টাকার গায়ে কেন থাকে বাঁকা লাইন, এর অর্থ কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ তা জানুন

বাংলা হান্ট ডেস্কঃ আপনি কি কখনও ভারতীয় মুদ্রার নোটে থাকা বাঁকা লাইনগুলি লক্ষ্য করেছেন? যদি এই লাইনগুলি লক্ষ্য করেন তবে অবশ্যই দেখেছেন যে নোটের পরিমান অনুসারে তাদের সংখ্যা পরিবর্তিত হয়। কিন্তু, নোটে কেন এই লাইনগুলো আছে তা জানেন?  আসলে, এই লাইনগুলির দ্বারা এই নোটগুলির সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্য দেয়। আসুন জেনে নেওয়া যাক 100, 200, 500 এবং 2000 টাকার নোটে থাকা এই লাইনগুলোর অর্থ কী?

নোটে থাকা এই লাইনগুলোকে বলা হয় ‘ব্লিড মার্কস’। এই ‘ব্লিড মার্কস’ তৈরি হয়েছে বিশেষভাবে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য। নোটের উপর এই লাইনগুলি শুধুমাত্র স্পর্শ করে তারা বলতে পারে সেগুলি কত টাকার নোট। তাই 100, 200, 500 ও 2000 টাকার নোটে বিভিন্ন নম্বর লাইন করা হয়েছে। এর মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরা যারা নোট চিনতে পারেনা তাদের যে সুবিধা হয় তা এককথায় বলা যায়।

এবার নোটের দাম দেখে নেওয়া যাক। এই লাইনগুলো আসলে নোটের মূল্য বলে। 100 টাকার নোটে দুই পাশে যেমন চারটি লাইন আছে, যা অন্ধভাবে স্পর্শ করলেই বোঝা যায় এটা 100 টাকার নোট। একই ভাবে 200 টাকা নোটের উভয় পাশে চারটি লাইন থাকে এবং দুটি শূন্য রয়েছে।

একই সময়ে, 500 টাকার নোটে 5 এবং 2000 নোটের উভয় পাশে 7-7 টি লাইন রাখা হয়েছে। এই লাইনগুলির সাহায্যে, অন্ধরা সহজেই এই নোটগুলি এবং এদের মূল্য সনাক্ত করতে পারে। ফলে আপনারা এর আগে অনেকবার এই লাইনগুলি দেখে ভেবেছেন এর রহস্য কি! তবে বর্তমানে দেখে বুঝতে পারছেন আসলে এই সকল লাইনগুলির কতই সুবিধা।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর