ভেঙ্কটেশের বদলে এই প্লেয়ার, মুম্বইয়ের বিরুদ্ধে দল বদলাবেন শ্রেয়স! রইল KKR-র সম্ভাব্য একাদশ

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই জমে উঠেছে চলতি বছরের IPL (Indian Premier League)। প্রতিটি ম্যাচেই পরিলক্ষিত হচ্ছে রুদ্ধশাস লড়াই। এমতাবস্থায়, নির্ধারিত সূচি অনুযায়ী আগামী শুক্রবার অর্থাৎ ৩ মে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টুর্নামেন্টের ৫১ তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।

চলতি টুর্নামেন্টে এই প্রথমবার উভয় দল মুখোমুখি হচ্ছে। যার ফলে অনুরাগীদের মধ্যেও বিশেষ উৎসাহ রয়েছে। আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই সেক্ষেত্রে দেখা যাবে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন KKR ৬ টি ম্যাচে জয়লাভ করেছে এবং ৩ টি ম্যাচে পরাজিত হয়েছে। এমতাবস্থায়, পয়েন্ট টেবিলে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। অপরদিকে, ১০ টি ম্যাচে ৭ টিতে হেরে নবম স্থানে রয়েছে মুম্বাই।

Shreyas will give this player a chance against Mumbai.

এদিকে, চলতি মরশুমে KKR দারুণ ছন্দে রয়েছে। ফিল সল্ট এবং সুনীল নারিনের বিধ্বংসী ওপেনিং পারফরম্যান্স দলকে যথেষ্ট এগিয়ে রাখছে। তবে, কলকাতার একটি প্রধান চিন্তার কারণ হল মিচেল স্টার্কের নিষ্প্রভ ফর্ম। ২৪.৭৫ কোটির এই বোলার এখনও পর্যন্ত তেমন নজর কাড়তে পারেননি।

আরও পড়ুন: ১৫ সদস্যের দলে কেন নাম নেই রিঙ্কু সিংয়ের? অবশেষে মুখ খুলে কারণ জানালেন আগরকর

তবে, KKR এবার আরেকজন প্লেয়ারের অভাব পরিলক্ষিত করছে। তিনি হলেন নীতিশ রানা। যিনি গত মরশুমে শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে KKR-কে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু, মরশুমের শুরুতেই রানা হাতে চোট পাওয়ায় লাইমলাইটে চলে আসেন KKR-এর একদম তরুণ খেলোয়াড়ের অঙ্গকৃশ রঘুবংশী। যিনি ইতিমধ্যেই লাইমলাইট কেড়ে নিয়েছেন। তবে, মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচে হয়তো খেলতে পারেন রানা। সেক্ষেত্রে ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে রানাকে সুযোগ দিতে পারেন শ্রেয়স। পাশাপাশি, সম্প্রতি নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়া KKR-এর বোলার হর্ষিত রানার পরিবর্তে দলে আসতে পারেন চেতন সাকারিয়া।

আরও পড়ুন: কেন বাদ কেএল রাহুল? ওপেনিং করবেন বিরাট? অবশেষে জবাব দিলেন রোহিত শর্মা

MI-র বিরুদ্ধে KKR-এর সম্ভাব্য প্রথম একাদশ: ফিল সল্ট, সুনীল নারিন, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী।
ইম্প্যাক্ট প্লেয়ার: বরুণ চক্রবর্তীর জন্য অঙ্গকৃশ রঘুবংশী।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর