বাংলা হান্ট ডেস্কঃ উত্তর পাকিস্তান থেকে এক বড় খবর সামনে আসছে। জানা গিয়েছে, শিয়ালকোটে সামরিক ঘাঁটিতে ধারাবাহিক বিস্ফোরণ হয়েছে। চারদিকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। পাঞ্জাব প্রদেশের সেনানিবাস এলাকার কাছে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানা যাচ্ছে। দ্য ডেইলি মিলাপের সম্পাদক ঋষি সুরি একটি টুইটে বলেছেন যে, উত্তর পাকিস্তানের শিয়ালকোট সামরিক ঘাঁটিতে একাধিক বিস্ফোরণ হয়েছে। জানা গিয়েছে যে, ওটি গোলাবারুদ স্টোরেজ এলাকা। চারিদিকে বিশাল আগুন জ্বলছে। কি কারণে এই বিস্ফোরণ তা এখনও জানা যায়নি।
এই বিস্ফোরণের পর পাকিস্তানে তুমুল আতঙ্ক ছড়িয়েছে। এলাকার মানুষ ভয়ে কাঁটা। একইসঙ্গে এই বিস্ফোরণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে তথ্যও জানা যায়নি। যে ভাবে এই ধারাবাহিক বিস্ফোরণ ঘটেছে, তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই বিস্ফোরণের নেপথ্যে কারা রয়েছে সে তথ্য জানা যায়নি। পাকিস্তানে এর আগেও এমন ঘটনা সামনে এসেছে। বেলুচ বিদ্রোহীদের দ্বারা প্রায়ই পাকিস্তানের সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়।
পাশাপাশি বিস্ফোরণের পর সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও ভাইরাল হচ্ছে। এসব ভিডিওতে দেখা যায়, সামরিক ঘাঁটির ওপর থেকে আগুনের লেলিহান শিখা বাতাসে ছড়িয়ে পড়ে। সর্বত্র ধোঁয়া ছড়িয়ে পড়েছে।
Something is Happening in #Sialkot
Cant #Sialkot pic.twitter.com/UsZ97NhW7M— MariA RazAa (@RazaaMaria) March 20, 2022