বাংলাহান্ট ডেস্ক: দ্য কাশ্মীর ফাইলসের (The Kashmir Files) দৌলতে বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) নামটা এখন অনেকের কাছেই পরিচিত। কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের গণহত্যা ও তাঁদের ভিটেমাটি ছেড়ে উৎখাত করার বাস্তব কাহিনি তিনিই তুলে ধরেছেন বড়পর্দায়। দর্শকরা কুর্নিশ জানাচ্ছেন বিবেককে। আবার বিতর্কেও জড়াচ্ছেন তিনি।
অবশ্য বিতর্ক বিবেকের কাছে নতুন কিছু নয়। এর আগে শ্লীলতাহানির অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। অভিনেত্রী তনুশ্রী দত্ত (Tanushree Dutta) শুধু নানা পাটেকর না, বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধেও বিষ্ফোরক অভিযোগ এনেছিলেন। কাশ্মীর ফাইলস পরিচালক নাকি তাঁকে হেনস্থা করেছিলেন।
এই ঘটনা ২০০৫ সালের। সেই সময় ‘চকলেট: ডিপ ডার্ক সিক্রেটস’ নামে একটি ছবিতে অভিনয় করছিলেন তনুশ্রী। তাঁর বিপরীতে ছিলেন ইরফান খান। একটি দৃশ্য ছিল যেখানে শুধু ইরফানের মুখভঙ্গির শট নেওয়ার হবে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সেই ঘটনার কথা বলতে গিয়ে তনুশ্রী জানান, ইরফানের শট নেওয়ার কথা ছিল। অভিনেত্রীর কিছুই করার ছিল না।
তিনি একটি তোয়ালে, যেটা কিনা তাঁর কস্টিউম ছিল সেটা পরে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে ছিলেন। কোনো কিছু দেখে ইরফানকে এক্সপ্রেশন দিতে হত। তনুশ্রী অভিযোগ করেন, তখন পরিচালক বিবেক অগ্নিহোত্রী তাঁকে বলেছিলেন, পোশাক খুলে নাচতে যা দেখে ইরফান এক্সপ্রেশন দেবেন।
তবে তনুশ্রী জানান, তখন ইরফানই তাঁর রক্ষাকর্তা হয়ে দাঁড়ান। তিনিই বিবেককে বলেন, এমন কিছুই করার দরকার নেই। ইরফানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তনুশ্রী বলেন, “ওটা ওঁর শট ছিল। আমাকে দেখে ওঁকে এক্সপ্রেশন দিতে হত। অথচ পরিচালক আমাকে বললেন, কাপড় খুলে নাচতে। আমি অবাক হয়ে গিয়েছিলাম।”
তনুশ্রী আরো জানান, সেই সময়ে ওখানে সুনীল শেট্টিও ছিলেন। বিবেকের কথা শুনে রীতিমতো রেগে গিয়েছিলেন তিনি। পালটা তিনি বলেন, দরকার হলে তনুশ্রীর জায়গায় তিনি সাহায্য করে দেবেন ইরফানকে। অভিনেত্রী বলেছিলেন, ইরফান ও সুনীলের মতো অভিনেতা থাকার জন্য তিনি বলিউডের উপরে বিশ্বাস হারাননি। অবশ্য তার তিন বছর পরেই ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেন তনুশ্রী।