জন্মের পরেই অদল বদল, পঞ্জাবি পরিবারের শিশুর সঙ্গে হাসপাতালেই বদলে যান সদ‍্যোজাত রানি মুখার্জি!

বাংলাহান্ট ডেস্ক: হাসপাতালে সদ‍্যোজাত শিশু (Newborn Baby) অদল বদল হয়ে যাওয়ার ঘটনা তো মাঝে মধ‍্যেই উঠে আসে সংবাদ শিরোনামে। কিন্তু তাই বলে বলিউডেও এমন ঘটনা! শুনলে অবাক লাগে বইকি। এমন ঘটনা ঘটেছিল অভিনেত্রী রানি মুখার্জির (Rani Mukerji) সঙ্গেই। জন্মের পরেই নাকি এক পঞ্জাবি পরিবারের শিশুর সঙ্গে অদল বদল হয়ে গিয়েছিলেন সদ‍্যোজাত রানি।

হ‍্যাঁ, এমন ঘটনা বাস্তবেই ঘটেছিল। এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে রানি জানিয়েছিলেন এক অবিশ্বাস‍্য ঘটনার কথা। জন্মের পরেই আরেকটি সদ‍্যোজাত শিশুর সঙ্গে অদল বদল হয়ে গিয়েছিলেন রানি। হাসপাতালে এক পঞ্জাবি পরিবারের ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি কারোর মারফতে।

rani mukerji on completing 25 years in bollywood when i was growing up i idolised sridevi and madhuri
অন‍্য শিশুটিকে দেখেই গণ্ডগোলটা বুঝতে পারেন রানির মা কৃষ্ণা মুখার্জি। সঙ্গে সঙ্গে তিনি বলেন, তাঁর মেয়ের চোখের মণি বাদামী ছিল। আর অন‍্য শিশুটির চোখের মণি কালো। তারপরেই খোঁজ পড়ে সদ‍্যোজাত রানির। শেষে ওই পঞ্জাবি পরিবারের ঘর থেকে নিয়ে যাওয়া আসা হয় ছোট্ট রানিকে।

অভিনেত্রী জানান, মেয়ে হারানোর চিন্তায় তাঁর মাও খোঁজ শুরু করেন। তিনিই রানিকে খুঁজে নিয়ে আসেন। ওই পঞ্জাবি মহিলা অষ্টম বারের জন‍্য সন্তান জন্ম দিয়েছিলেন। সেই শিশুটির সঙ্গেই বদলে গিয়েছিলেন রানি। অভিনেত্রী জানান, ওই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত তাঁর সঙ্গে মজা করেন পরিবারের সদস‍্যরা যে তিনি আসলে বাঙালি নন, পঞ্জাবি।

রানির পঞ্জাবি যোগসূত্র আরো রয়েছে। তিনি একবার পঞ্জাবি পরিবারে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আর অদ্ভূত ভাবে তাঁর বিয়ে হয়েওছে প্রযোজক আদিত‍্য চোপড়ার সঙ্গে, যিনি একজন পঞ্জাবি। ২০১৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। এক মেয়েও রয়েছে দুজনের, নাম আদিরা।

বলিউডের পরিচালক প্রযোজক রাম মুখার্জি ও কৃষ্ণা মুখার্জির মেয়ে রানি মুখার্জি। অভিনেত্রী কাজল ও পরিচালক অয়ন মুখার্জির তুতো বোন তিনি। উল্লেখ‍্য, টলিউড অভিনেত্রী দেবশ্রী রায়ের ভাগ্নী হলেন রানি।

Niranjana Nag

সম্পর্কিত খবর