মাত্র ২৪-এই জীবন স্তব্ধ, প্রয়াত হলেন ‘গলি বয়’ খ‍্যাত র‍্যাপার এম সি তোড় ফোড়, শোকপ্রকাশ রণবীরের

বাংলাহান্ট ডেস্ক: র‍্যাপার (Rapper) এম সি তোড় ফোড় (MC Tod Fod), ‘গলি বয়’ (Gully Boy) ছবিতে গান গেয়ে রাতারাতি যিনি লাইমলাইটে চলে আসেন, তিনি প্রয়াত হলেন। সুপারহিট ‘গলি বয়’ ছবিতে তাঁর গান ব‍্যাপক ভাবে জনপ্রিয় হয়েছিল। মাত্র ২৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন এই প্রতিভাবান র‍্যাপ গায়ক।

আসল নাম ধর্মেশ পারমার হলেও নিজের স্টেজের নাম এম সি তোড় ফোড় নামেই বেশি জনপ্রিয় ছিলেন তিনি। ঠিক কী কারণে এত কম বয়সে বিদায় নিতে হল র‍্যাপ গায়ককে তা এখনো জানা যায়নি। গলি বয় অভিনেতা রণবীর সিং ও সিদ্ধান্ত চতুর্বেদী শোক প্রকাশ করেছেন সোশ‍্যাল মিডিয়ায়।

Screenshot 2022 03 22 12 09 23 837 com.instagram.android
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রয়াত র‍্যাপারের একটি ছবি শেয়ার করে ভাঙা হৃদয়ের ইমোজি দিয়েছেন রণবীর। গলি বয় ছবির এম সি শের অর্থাৎ সিদ্ধান্ত চতুর্বেদীও শোক প্রকাশ করে র‍্যাপ গায়কের আত্মার শান্তি কামনা করেছেন। এম সি তোড় ফোড়ের একটি ছবি এবং তাঁর সঙ্গে কথোপকথনের একটি ছবি শেয়ার করে শোকবার্তা দিয়েছেন তিনি।

Screenshot 2022 03 22 12 09 36 917 com.instagram.android
গলি বয় ছবির প্রযোজক জোয়া আখতার লিখেছেন, খুব তাড়াতাড়ি চলে গেলে। আমি কৃতজ্ঞ যে আমরা একসঙ্গে কাজ করেছিলাম। শান্তিতে ঘুমাও। প্রয়াত র‍্যাপ গায়কের একটি ছবিও শেয়ার করেছেন তিনি। জোয়ার প্রযোজনা সংস্থার ত‍রফেও জানানো হয়েছে শেষ শ্রদ্ধা।

https://www.instagram.com/p/CbY9P9soj-k/?utm_medium=copy_link

স্বদেশি নামে একটি ব‍্যান্ডের সদস‍্য ছিলেন ধর্মেশ ওরফে এম সি তোড় ফোড়। সেই ব‍্যান্ডের তরফে তাঁর শেষ পারফরম‍্যান্সের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এম সি তোড় ফোড়কে কেউ কখনো ভুলবে না। গানের প্রতি তাঁর ভালবাসার মধ‍্যে দিয়েই চিরকাল জীবিত থাকবেন তিনি। উল্লেখ‍্য, গলি বয় ছবিতে ‘ইন্ডিয়া ৯১’ গানটি গেয়েছিলেন এম সি তোড় ফোড়। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল গলি বয়।

তাঁর এমন আচমকা মৃত‍্যুর খবর বিশ্বাস করে উঠতে পারছেন না অনেকেই। মাত্র ২৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করলেন তিনি। তবে ঠিক কী কারণে এত তাড়াতাড়ি মৃত‍্যু হল তাঁর সেটা জানা যায়নি এখনো।

Niranjana Nag

সম্পর্কিত খবর