ভারতের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে উড়ে গেল বাংলাদেশ, ১১০ রানের ব্যবধানে জিতলো ঝুলনরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইসিসি মহিলা বিশ্বকাপে মরণ বাঁচন ম্যাচে আজ বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভারত। বিশ্বকাপের ২২ তম এবং ভারতের ষষ্ঠ লিগ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল হ্যামিল্টনের সেডন পার্ক স্টেডিয়ামে। এই ম্যাচে বড় জয় পেয়েছে ভারত। মিতালী রাজের নেতৃত্বে বাংলাদেশকে ১১০ রানে হারিয়েছে তারা। ২০২২ সালের মহিলা বিশ্বকাপে এটি ভারতীয় দলের তৃতীয় জয়। এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে দলটি। তবে সেমি ফাইনাল নিশ্চিত করতে গেলে এখনও বাকি একটি ম্যাচেও জয় পেতে হবে ভারতকে।

এই ম্যাচে ভারত বাংলাদেশের সামনে ২৩০ রানের টার্গেট রেখেছিল, যার জবাবে বাংলাদেশের ইনিংস ৪০.৩ ওভারেই মাত্র ১১৯ রানে গুটিয়ে যায় এবং তারা ম্যাচটি ১১০ রানে হেরে যায়। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশের যাত্রা শেষ হয়ে গেল। বাংলাদেশ দল বাকি দুটি ম্যাচ জিতলেও এখন সেমিফাইনালে ওঠা তাদের পক্ষে প্রায় অসম্ভব।

আজকের ম্যাচে ভারত টস জিতে ব্যাট করতে নামলে স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা ভারতকে ভালো স্টার্ট দেয়। কিন্তু দলগত ৭৪ রানে প্রথম উইকেট হারানো মাত্রই পাঁচ বলের মধ্যেই ব্যাকফুটে চলে যায় ভারতীয় দল। পরপর স্মৃতি, শেফালি ও মিতালীর উইকেট হারায় ভারত। স্মৃতি মান্ধানা ৩০ রান করে আউট হন, শেফালি ভার্মা ৪২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। দুজনেই প্রথম উইকেটে ৭৪ রানের জুটি গড়েন, কিন্তু চার বলের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যান দুজনেই। এরপর খাতা না খুলেই আউট হন অধিনায়ক মিতালী রাজ।

yastika bhatia sneh rana

এরপর ইয়াস্তিকা ভাটিয়া রিচা ঘোষের মধ্যে ৫৪ রানের জুটি ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে। ২৬ রান করে আউট হন রিচা। ৫০ রান করে ষষ্ঠ উইকেট হিসেবে প্যাভিলিয়নে ফেরেন ইয়াস্তিকা। সপ্তম ধাক্কাটা আসে ২৭ রানের স্নেহ রানার ফর্মে। পূজা ভাস্ত্রকার ৩০ রানে অপরাজিত থাকেন। ভারত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৯ রান করে। কিন্তু জবাবে তাসের ঘরের মতো ধসে যায় বাংলাদেশ। ১০ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন স্নেহ রানা। ২ টি করে উইকেট এসেছে ঝুলন ও পূজার খাতায়।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর