বাংলা হান্ট নিউজ ডেস্ক: রোহিত শর্মার পর ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী অধিনায়ক কে হতে পারেন তা জানিয়ে দিলেন ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। যদিও রবি শাস্ত্রী ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মার প্রশংসা করেছেন কিন্তু তিনি বলেছেন যে রোহিত দুর্দান্ত কাজ করছেন, তবে খুব বেশিদিন তিনি অধিনায়কত্ব করতে পারবেন না।
আইপিএল সম্প্রচারকারী স্টার স্পোর্টসের এক সাংবাদিক সম্মেলনে রবি শাস্ত্রী জানিয়েছেন যে রোহিত শর্মার পর কোন ক্রিকেটার ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক হতে পারেন। রোহিত শর্মার পর পরবর্তী অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখেন। রবি শাস্ত্রীর পছন্দের নাম জেনে অবশ্য খুব একটা অবাক হননি কেউই। রবি শাস্ত্রীর মতে, রিশভ পন্থ, লোকেশ রাহুল বা শ্রেয়স আইয়ারের মধ্যে একজন হতে পারেন ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক।
এখানে বলে রাখা উচিত যে রিশভ পন্থ, কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ার গত কয়েক মাসে তাদের দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি তিনটি ফর্ম্যাটের জন্যই ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসার জায়গা হয়ে উঠছেন। এটাই সবচেয়ে বড় কারণ যে তিনজনের মধ্যে যে কোনো একজন ভারতের পরবর্তী অধিনায়ক হওয়ার সবচেয়ে বড় দাবিদার। রবি শাস্ত্রী বলেছেন, ‘বিরাট কোহলি আর অধিনায়ক নন, তবে রোহিত শর্মাও বিশেষ করে সাদা বলে খুব ভাল অধিনায়ক। ভবিষ্যতে দলের অধিনায়কত্ব কে করবে তা দেখবে সকলেই তবে শ্রেয়স আইয়ার, ঋষভ পান্ত, লোকেশ রাহুল বর্তমানে এই দৌড়ে রয়েছেন। ভারতীয় দল ভবিষ্যতের জন্য একজন শক্তিশালী অধিনায়কের সন্ধান করবে।
রবি শাস্ত্রী আরও যোগ করেছেন যে, ‘গত আইপিএলে আমরা ভেঙ্কটেশ আইয়ারকে দেখেছি। তার আগে কেউ তার কথা অতটা শোনেননি এবং শেষ হয়ে যাওয়া পর্যন্ত তিনি ভারতীয় দলে ছিলেন। তাই আপনি অপ্রত্যাশিত আশা। এটাই আইপিএলের সৌন্দর্য। পান্ডিয়া ২০২২ সালে প্রথমবারের মতো অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব করতে চলেছেন। অধিনায়ক হিসেবে তিনি কেমন করেন সেটাও নজরে থাকবে।”
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার