বাংলা হান্ট ডেস্কঃ চুরি গিয়েছে একাধিক মূল্যবান জিনিস, এমনকি নল পর্যন্ত নিয়ে গেছে চোরেরা। রাঁচির পুন্ডগ সেল সিটিতে এমনই এক চুরির ঘটনা ঘটিয়েছে চোরেরা। জানা গিয়েছে, সেল সিটির ‘বি-1, 9-বি’ তে চোরেদের দল লক্ষাধিক টাকার গয়না চুরি করেছে৷ এমনকি ঘর থেকে নল পর্যন্ত নিয়ে যায় চোরেরা।
আসলে ফ্ল্যাটের মালিক শ্রাবণ কুমার তাঁর ছেলেকে নিয়ে বেঙ্গালুরু গিয়েছিলেন এবং সেখানে প্রায় দুই বছর ছিলেন। ফিরে এসেই বাড়ির অবস্থা দেখে অবাক হয়ে যান তিনি। চোরেরা বাড়িতে ঢুকে আলমারি, ব্রিফকেস ভেঙে তাদের মধ্যে রাখা সব গয়না, টাকা ও একাধিক মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
শ্রাবণ কুমার পুন্ডগ এলাকার পুলিশকে পুরো বিষয়টি জানান। পুলিশ সেই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ বিষয়ে একাধিক তথ্য তাদের সামনে এসেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সেখানকার লোকেদের জিজ্ঞাসাবাদ করে। আশেপাশের এলাকাও ঘুরে দেখে তারা। কোনো ছোটো তথ্যও ছাড়তে চাইছে না তারা।
গত দুই বছর ধরে শ্রাবণ কুমারের ফ্ল্যাট বন্ধ থাকার ফলে চোরেরা কখন চুরির ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এ সময় সেখানে থাকা সকল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যাতে চোরেদের আসার সময় নির্ধারণ করা যায়। চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাসিন্দারা সেল সিটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। নিরাপত্তার জন্য তাদের থেকে মোটা টাকা নেওয়া হলেও এই গাফিলতির জন্য বিক্ষোভ জানিয়েছে সেখানকার মানুষ।