কীভাবে এরা নিজেকে ইসলামিক দেশ বলে! ইমরান খান ও পাকিস্তানের উপর খাপ্পা মুসলিমরা

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উপর যে চাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে তা বলা যায়। দেশে একের পর এক বিতর্ককে কেন্দ্র করে ইমরান খানের সরকার যে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর এর মাঝেই OIC বৈঠকে নেওয়া ইমরান খানের একটি পদক্ষেপে তাঁর ওপর চটলেন মুসলিমরা। কি এমন ঘটেছে এই বৈঠকে?

সূত্রের খবর, বৈঠক নিয়ে আগে থেকে চর্চা চলছিলো এবং বৈঠকে চীন দেশের বিদেশমন্ত্রী হাজির থাকার ফলে পরিস্থিতি আরো সঙ্কটজনক হয়ে ওঠে। বৈঠকে চীন বিদেশমন্ত্রীর উপস্থিতি ভালো চোখে দেখেনি সেখানে হাজির বহু সদস্যরা। এবং বৈঠকের পর পাকিস্তানের বিরোধী দল এবং মুসলিম একাধিক সদস্য ইমরান খানের সমালোচনা শুরু করে। তাদের মতে, যেখানে চীন মুসলিমদের উপর অত্যাচার করে চলেছে এবং অতীতে একাধিকবার মুসলিমদের ওপর চীনের আক্রমণ এর চর্চা শোনা গিয়েছে, সেখানে এই বৈঠকে চীনা বিদেশমন্ত্রীর উপস্থিতি কোনভাবেই কাম্য ছিল না।

এ জন্যই ইমরান খানকে কড়া ভাষায় আক্রমণ করেছে তারা। এক সদস্যের কথায়, মুসলিমদের ওপর আক্রমণের ব্যাপারে একসময় ইমরান খান ফ্রান্সের সরকারের সমালোচনা করেন কিন্তু চীনের ক্ষেত্রে সেখানে কেন তিনি চুপ রয়েছেন। অনেক ক্ষেত্রে, ইউরোপের দেশ গুলি যেখানে চীনের সমালোচনা করে চলে সেখানে চীনের প্রতি পাকিস্তানের নরমভাব তারা ভালো নজরে দেখছে না।

IMRAN KHAN 1 1

এক্ষেত্রে ইমরান খানকে একটি সাক্ষাৎকারে যখন এ বিষয়ে জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন, সেই দেশের সঙ্গে তাদের বেশ ভাল সম্পর্ক রয়েছে এবং তাঁর কথায় তিনি স্পষ্ট বুঝিয়ে দেন, বৈঠকের মাধ্যমে তিনি কোনো ভুল সিদ্ধান্ত নেন নি। ফলে এই বিতর্ক যে শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সে দিকে তাকিয়ে সকলে।

Sayan Das

সম্পর্কিত খবর