চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়ার পর ভাইরাল হচ্ছে IPL ২০২১-র ফাইনালের ধোনির ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২ শুরু হওয়ার মাত্র মাত্র দিন তিনেক আগে, মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার জায়গায় এখন এই দায়িত্ব দেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকে। এর মধ্য দিয়ে আইপিএলে ধোনির অধিনায়কত্বের মেয়াদ শেষ হয়ে গেল। ২০০৮ সাল থেকে এই দলের সাথে যুক্ত ধোনি চেন্নাইয়ের হয়ে ৪ টি শিরোপা জিতেছেন। চেন্নাই সুপার কিংস গত বছরই শিরোপা জিতেছিল এবং শিরোপা জয়ের দিক দিয়ে আইপিএলের দ্বিতীয় সবচেয়ে সফল দল। নিজেদের শিরোপা রক্ষার অভিপ্রায় নিয়ে এ বছর মাঠে নামবে সিএসকে।

অধিনায়কত্ব ছাড়ার পর ধোনির ২০২১ সালের ফাইনালের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ভিডিওটি কেকেআর-এর বিরুদ্ধে ফাইনাল ম্যাচের পরের। ভিডিওতে, হর্ষ ভোগলে ধোনিকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনি এত বছর ধরে দলের জন্য যে দুর্দান্ত কাজ করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি একটি উত্তরাধিকার রেখে যাচ্ছেন। ধোনি হেসে উত্তর দেন হর্ষকে, ‘কিন্তু আমি এখনও হাল ছাড়িনি।’ সিএসকে-র অধিনায়ক হিসেবে ধোনির শেষ কথা এটাই ছিল।

ধোনির এই বক্তব্যের পর থেকে, জল্পনা ছিল যে তিনি আইপিএল ২০২২ মরশুম খেলবেন, কিন্তু কেউ জানত না যে তিনি শুধুমাত্র একজন খেলোয়াড় হিসেবেই খেলবেন, একজন অধিনায়ক হিসেবে নন।

জাদেজার রূপে সিএসকে-র ভবিষ্যৎ অধিনায়ককে প্রস্তুত করেছেন ধোনি। ভারতীয় দলের জন্য তিনি বিরাট কোহলিকে যেভাবে সাজিয়েছেন তার মতো করেই। এখন দেখার বিষয় ধোনির অধিনায়কত্ব ছাড়ার পর সিএসকে শিরোপা রক্ষা করতে পারবে কি না।

Reetabrata Deb

সম্পর্কিত খবর