Flipkart-এ ধামাকা অফার! মাত্র দশ হাজার টাকায় পেয়ে যান Apple-র iPhone

বাংলা হান্ট ডেস্কঃ ই-কমার্স পোর্টাল Flipkart-এ শুরু হয়েছে সকল জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন বিক্রি। এই ধামাকা সেলে আপনি খুব কম দামেই একটি ভালো ফোন কেনার সুযোগ পেয়ে যাবেন। এই সেলে আপনি apple, স্যামসাং থেকে রেডমির মতো বড় ব্র্যান্ডের মোবাইল ফোন খুব কম দামে কিনতে পারবেন।

বর্তমানে দৈনন্দিন প্রয়োজন বা অনলাইন ক্লাস ইত্যাদির জন্য মোবাইলের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। আপনার যদি ফোন কেনার জন্য বাজেট কম থাকে এবং একটি ভালো স্মার্টফোন কিনতে চান, তাহলে Flipkart আপনাকে সেই সুযোগ দিচ্ছে। ফ্লিপকার্ট দাবি করেছে যে, সংস্কার করা ফোনগুলি নতুন স্মার্টফোনগুলির মতোই একই চালু অবস্থায় রয়েছে৷

গত কয়েক বছরে সংস্কার করা স্মার্টফোনের চাহিদা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। সাধারণ ভাষায় বলতে গেলে লোকে যা বোঝে তা হলো, সংস্কার করা ফোন হলো একটি সেকেন্ড হ্যান্ড অর্থাৎ পুরানো ফোন। যদিও এটি মোটেও তা নয়। এই ফোন হলো সেইসকল ফোন যা কিছু সমস্যার কারণে কোম্পানির কাছে ফেরত দেওয়া হয়। অনেক সময় মানুষ নতুন ফোন কিনলে ব্যাটারি বা ক্যামেরা সংক্রান্ত সমস্যা দেখা দেয়। এই ধরনের অভিযোগের ক্ষেত্রে, কোম্পানি তখন ফোনটি বদল করে। কোম্পানি তখন খারাপ ফোনটি ঠিক করে আবার মার্কেটে নামায়। একেই বলে ‘সংস্কার করা ফোন’।

flipkart iphone 12

অনেকে তাদের স্মার্টফোনকে এক্সচেঞ্জ অফারে বদল করে, পরে কোম্পানি এটিকে সংস্কার করে টেস্ট করার পর বিক্রি করে। বর্তমানে Flipkart 47 বার চেক করার পরে বিক্রির জন্য সংস্কার করা ফোনটি লঞ্চ করছে৷ ব্যবহারকারীদের জন্য সুবিধা হল এই যে,তারা কম খরচে ভালো ব্র্যান্ডের দামি ফোন ব্যবহারের সুযোগ পায়। বর্তমানেও তাই আপনি এ সকল ধরণের আইফোন-ও পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায়।

Sayan Das

সম্পর্কিত খবর