প্রথম ছবির জন‍্য কোমর বাঁধছেন সুহানা, শুটিং থেকে ফাঁস শাহরুখ-কন‍্যার নতুন লুক!

বাংলাহান্ট ডেস্ক: সমস্ত অপেক্ষার অবসান। প্রকাশ‍্যে এল সুহানা খানের (Suhana Khan) অভিষেক বলিউড ছবির প্রথম লুক। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, অভিনয়ে পা রাখতে চলেছেন শাহরুখ খান কন‍্যা। ইন্ডাস্ট্রির নামী পরিচালক জোয়া আখতারের হাত ধরেই তাঁর লাইট ক‍্যামেরা অ্যাকশনের দুনিয়ায় পা রাখা। এবার সামনে এল সুহানার প্রথম লুক।

জোয়ার পরিচালনায় নতুন একটি ছবিতে অভিনয় করতে চলেছেন সুহানা। তবে তিনি একা নন, সঙ্গে রয়েছেন খুশি কাপুর ও অগ‍্যস্ত নন্দা। নব্বইয়ের দশকের জনপ্রিয় কমিকস ‘আর্চি’র এক দেশি সংষ্করণ বানাতে চলেছেন জোয়া। আগেই জানা গিয়েছিল, আর্চি কমিকসের দুই মহিলা চরিত্রের জন‍্য সুহানা ও খুশি কাস্ট করেছেন জোয়া।

suhana 2
সুহানাকে দেখা যাবে বেটির চরিত্রে এবং খুশি হবেন ভেরোনিকা। শোনা যাচ্ছে, কমিকসের মূল চরিত্র আর্চির ভূমিকায় দেখা যাবে অগ‍্যস্তকে। এতদিন সবটাই জল্পনার স্তরে ছিল। তবে এবার সাম্প্রতিক কিছু ছবিতে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হয়ে গিয়েছে।

ছবিতে তিনজনেরই প্রথম লুক প্রকাশ‍্যে এসেছে। মুম্বইয়ে শুটিংয়ে ব‍্যস্ত ছিলেন তিনজন। সেই ফাঁকেই ক‍্যামেরাবন্দি হন সুহানা, খুশি ও অগ‍্যস্ত।
নীল স্লিভলেস পোশাকের উপরে একটি জ‍্যাকেট চাপিয়ে দেখা মেলে সুহানার। মাঝখানে সিঁথি করা চুলে অন‍্য রকম দেখাচ্ছে তাঁকে। ঢিলেঢালা প‍্যান্ট, খয়েরি টিশার্ট ও কোঁকড়া চুলে অমিতাভ নাতি অগ‍্যস্তকেও চোখে পড়েছে। তবে শ্রীদেবী কন‍্যা খুশি কাপুরকে দেখে চেনা দায়। খয়েরি স্কার্ট, নীল শার্টের উপরে সোয়েটার আর বাদামী চুলে খুশি এক্কেবারে অন‍্য মানুষ।

https://www.instagram.com/p/CbftNIKLDwg/?utm_medium=copy_link

তিন তারকা সন্তানকে নতুন লুকে দেখে অনেকেই বেশ খুশি হয়েছেন। আবার অনেকে রেগে আগুন। বলিউড ভাল ভাল ছবি বা চরিত্রগুলিকে নষ্ট করে দেয়, অভিযোগ নেটনাগরিকদের। আর্চিস কমিক্সের মতো ভাল চরিত্রগুলিকেও এবার নষ্ট করে দেবেন এই তারকা সন্তানরা।


Niranjana Nag

সম্পর্কিত খবর