দুই স্ত্রীর সম্মতিতে আজব ‘ভাগ বাটোয়ারা” হল স্বামীর! হার মানাবে সিনেমার কাহিনীকেও

বাংলা হান্ট ডেস্কঃ আমরা একাধিক সময় দেখি, সম্পত্তি, টাকা পয়সা কিংবা জমির ভাগ নিয়ে দুই ভাই বা দুই মেয়ের মধ্যে বিবাদ। কখনো তা নিজেদের মধ্যে মিটে যায় আবার কখনো কোর্টের হস্তক্ষেপে তার সুরাহা হয়। কিন্তু বর্তমানে এমন একটি কাণ্ডের কথা আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি, যা আপনারা এর পূর্বে কখনো শোনেননি। কি সেই ঘটনা, চলুন দেখে নেওয়া যাক।

সম্প্রতি, বিহারের ভবানীপুর থানার অন্তর্গত এলাকায় এক ব্যক্তিকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। জানা গিয়েছে, সেই ব্যক্তিটি দুটি বিবাহ করে এবং বর্তমানে তার দুই বউ নিজেদের স্বামীর ভাগ চাইছে। ঘটনার সূত্রপাত ঘটে যখন ব্যক্তিটির এক স্ত্রী অভিযোগ করে যে, তার স্বামীর অতীতে বিবাহ হয়ে গিয়েছে এবং সে ছয় সন্তানের পিতা। এরপর বিয়ে করা দুই মহিলার মধ্যে শুরু হয় স্বামীকে নিয়ে বিবাদ। দুজনেই চাইতে থাকে যে সেই ব্যক্তিটি তাদের সঙ্গে সংসার করবে। আর সেই বিতর্ক শেষ পর্যন্ত গড়ায় পুলিশ পরিবার পরামর্শ কেন্দ্রের কাছে।

তারা এমন এক রায় দেয় যে সেটি আরো আশ্চর্যজনক হয়ে ওঠে। পুরো ঘটনাটি শোনার পর তারা প্রথমে বিভ্রান্ত হয়ে যায় এবং কিছু সময় পর তারা এই সিদ্ধান্তে আসে যে, সেই ব্যক্তিকে দুই বউয়ের মধ্যে ভাগ করা হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন! বিচার অনুযায়ী, ব্যক্তিটি তার দুই স্ত্রীর কাছে মাসের অর্ধেক দিন করে থাকবে অর্থাৎ 15 দিন থাকবে এক স্ত্রীর কাছে আবার মাসের বাকি 15 দিন থাকবে অপরজনের কাছে।

এই সিদ্ধান্তটি এলাকার মানুষকে অবাক করলেও পুলিশ পরিবার পরামর্শ কেন্দ্রের এক সদস্যের কথায়, তারা প্রথমে বিভ্রান্ত হয়ে যায় এবং পরে এই সিদ্ধান্তে আসে যে, দুই স্ত্রী-এর কাছে ব্যক্তিটিকে ভাগ করে দেওয়াই সবচেয়ে শ্রেয়। স্বামীটিকে তার স্ত্রী-দের দায়িত্ব নিতে হবে এবং তাদের খাওয়া-দাওয়ার দায়িত্ব গ্রহণ করতে হবে। এরপর সেই কেন্দ্র ব্যক্তিটির কাছ থেকে একটি বন্ডে সই করিয়ে নেয়, যাতে পরবর্তীকালে সে সেই আইনের অন্যথা করতে না পারে। ফলে এই আশ্চর্যজনক রায়ের ফলে গোটা রাজ্যের সমস্ত মানুষের চোখ যে কপালে উঠেছে তা বলা যায়।

পুলিশ পরিবার পরামর্শ কেন্দ্র-এ রয়েছেন কিরণ বালা, সদস্য দিলীপ কুমার দীপক, স্বাতী, রবীন্দ্র শাহ, ববিতা চৌধুরী, জিনাত রেহমান এবং প্রমোদ জয়সওয়াল। এই পরামর্শ কেন্দ্রের স্থাপনা করা হয় 2004 সালে এবং এরপর থেকে একাধিক ইস্যুতে তাদের রায়দানের জন্য মুখ্যমন্ত্রী থেকে আরো অনেকে তাদের সম্মানিত করেছেন।


Sayan Das

সম্পর্কিত খবর