বাংলাহান্ট ডেস্ক : একাধিক বিতর্ক এবং সন্ত্রাসের ঘটনায় জেরবার রাজ্য। তুঙ্গে বিজেপি এবং তৃণমূল বিরোধ। এরই মধ্যে কেন্দ্রের কাছ থেকেই পুরষ্কার পেল পশ্চিমবঙ্গ। রাজ্যের মধ্যেই বিমান যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর পরিকল্পনা চালাচ্ছে নবান্ন। আর স্বীকৃতি এল তাতেই।
কোচবিহার, মালদা, পুরুলিয়া ইত্যাদি জায়গাগুলিতে বিমান পরিষেবা চালু করতে উদ্যোগী রাজ্য। একই সঙ্গে সংস্কার এবং আধুনিকীকরণের কাজ চলছে বাগডোগরা বিমান বন্দরেও। আর এই সমস্ত উদ্যোগের জন্যই এবার পশ্চিমবঙ্গ সরকারকে পুরষ্কৃত করল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এদিন বিমান মন্ত্রকের অনুষ্ঠানে এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ”Most pro active state for implementing RCS scheme’ বিভাগেই পুরষ্কৃত হয়েছে বাংলা।
যাত্রীসংখ্যা বৃদ্ধির ফলে চাপ বেড়েই চলেছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরেও। ফলে বেশ কিছু ক্ষেত্রে পরিষেবা পেতে নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের। অনেক সময় দেওয়াও সম্ভব হচ্ছে না পরিষেবা। সেই কারণেই কলকাতার আশেপাশেই নতুন বিকল্প এয়ারপোর্ট তৈরি করতে চায় রাজ্য সরকার। সেই মতন রাজ্যের দ্বিতীয় বৃহত্তম এয়ারপোর্টের জন্য দক্ষিণ ২৪ পরগণায় জমি খোঁজা চলছে।
এই ব্যাপারে স্থানের প্রতিযোগিতায় অনেকখানি এগিয়ে ভাঙড়। নতুন এই বিমানবন্দর এমনভাবেই তৈরি করা হবে যাতে বোয়িং ৭৭৭ বিমানও খুব সহজেই এখানে ওঠানামা করতে পারে। ৩ কিলোমিটার লম্বা রানওয়ের পাশাপাশি অনেকগুলি হ্যাঙারও বানানো হবে এখানে। একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর গুলি চালু করার দিকেও জোর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আত বিমান পরিষেবা সংক্রান্ত এই সমস্ত উদ্যোগ এবং পদক্ষেপের জন্যই বাংলাকে স্বীকৃতি দিল কেন্দ্র সরকার।