IPL ভক্তদের বড় উপহার, আনলিমিটেড ক্রিকেট উপভোগ করতে লঞ্চ Jio-র বাম্পার প্ল্যান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রতিবারের মতো এবারও রিলায়েন্স জিও আইপিএলের আগে ক্রিকেট ধন ধানা ধন অফার এনেছে। জিও ইতিমধ্যেই দুটি আকর্ষণীয় প্ল্যান চালু করেছে। রিলায়েন্স জিওর এই ক্রিকেট ধন ধান ধন অফারের অধীনে গ্রাহকরা বিনামূল্যে ডিসনি এবং হটস্টার ভিআইপি-এর সাবস্ক্রিপশন পেয়ে যেতে চলেছেন।

জিও-এর ৪৯৯ টাকার প্ল্যানটি এক বছরের জন্য DISNEY + Hotstar VIP-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবে, যার এমনিতে দাম ৩৯৯ টাকা, যদিও এই প্ল্যানের সাথে জিও-এর প্রি-পেইড গ্রাহকদের কাছ থেকে কোনও চার্জ নেওয়া হবে না। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ক্রিকেট কভারেজ পাবেন। এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে এবং এই প্ল্যানের বৈধতা ৫৬ দিন, কিন্তু এই প্ল্যানের একটি বড় সমস্যা হল আপনি এতে কোনো ধরনের কলিং সুবিধা পাবেন না।

 

এরপরে রয়েছে ৭৭৭ টাকার ত্রৈমাসিক প্ল্যান। তাহলে এই প্ল্যানে আপনিও এক বছরের জন্য ডিসনি এবং হটস্টার ভিআইপি-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন। এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি অর্থাৎ মোট 131 জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন থাকবে। এই প্ল্যানে আপনি আনলিমিটেড কলিং এবং Jio অ্যাপগুলির সাবস্ক্রিপশন পাবেন।

এছাড়াও, জিও ২৫৯৯ টাকার একটি ক্রিকেট স্পেশাল প্ল্যানও চালু করেছে, যার বৈধতা হবে ১২ মাস। এর সাথে এতে আপনি মোট ৭২০ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। এই প্ল্যানে, DISNEY + Hotstar VIP-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন এক বছরের জন্য পাওয়া যাবে। এর সাথে, কোম্পানিটি ৬১২, ১০০৪, ১২০৬, ১২০৮ টাকার ডেটা অ্যাড-অন প্যাকগুলিও চালু করেছে যার মধ্যে দিয়ে যথাক্রমে ৭২, ২০০, ২৪০ এবং ২৪০ জিবি ডেটা অফার করে৷ এর মধ্যে ৬১২ টাকার প্ল্যানে ৬০০০ নন-জিও মিনিটের কলিং পাওয়া যাচ্ছে তবে অন্য কোনও প্ল্যানে কোনও কলিং সুবিধা নেই।

Reetabrata Deb

সম্পর্কিত খবর