ট্রেনের সামনে “ঝাঁপ” যুবকের! জীবনের ঝুঁকি নিয়েই বাঁচালেন কর্তব্যরত পুলিশ, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: মাত্র কয়েক সেকেন্ডের এদিক-ওদিক! তার মধ্যেই হতে পারত বড় বিপদ। কিন্তু, কথায় আছে না, “রাখে হরি মারে কে!” আর সেই কারণেই নেহাত ভাগ্যের জোরে বেঁচে গেলেন এক যুবক। সৌজন্যে এক পুলিশকর্মী। আসলে এক যুবক ট্রেনের সামনেই রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। আর তখনই সেখানে এক পুলিশকর্মী কার্যত “মসিহা”র রূপে উপস্থিত হয়ে বাঁচিয়ে নেন তাঁকে। শুধু তাই নয়, সম্প্রতি এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। আর এই হাড়হিম করা ভিডিও দেখেই চমকে গিয়েছেন নেটিজেনরা।

মূলত, বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে প্রবেশ করলেই দেখা মেলে হাজার হাজার ভাইরাল হওয়া ভিডিও। যার ফলে সারা বিশ্বের অদ্ভুত সব ঘটনাগুলি খুব সহজেই পৌঁছে যায় সকলের কাছে। সাধারণত মনোরঞ্জনের জন্য এই ভিডিওগুলি নেটাগরিকরা দেখতে পছন্দ করলেও সেখানে এমন কিছু কিছু ভিডিও থাকে যা দেখে চমকে যেতে হয় সবাইকে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও যে জীবন ফিরে পাওয়া সম্ভব সেই বিষয়টিই স্পষ্ট হয়ে যায় ভিডিওগুলির মাধ্যমে।

আমাদের সমাজব্যবস্থায় পুলিশদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো সমস্যাই হোক কিংবা বিপদ সবার আগে আমরা সাহায্যের জন্য পুলিশকর্মীদেরই শরণাপন্ন হই। এক কথায়, যে কোনো বিপর্যয়ের “মুশকিল আসান” হিসেবে কাজ করেন পুলিশকর্মীরা। তবে, এবার যে ভিডিওটি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে যে এক পুলিশকর্মীর সৌজন্যেই নবজীবন লাভ করেছেন এক যুবক। আর এটা দেখার পরই ওই পুলিশের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, মহারাষ্ট্রের থানের বিথলওয়াড়ি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে রেলের ট্র্যাকে হঠাৎই ঝাঁপ দেন এক যুবক। এদিকে, সামান্য কিছু মুহূর্তের মধ্যেই সেখানে উপস্থিত হয় একটি ট্রেন। এমতাবস্থায়, বিপদের আঁচ বুঝতে পেরে নিজের জীবন বিপন্ন করেই ওই যুবকের প্রাণ বাঁচাতে এগিয়ে আসেন সেখানে কর্তব্যরত এক পুলিশকর্মী। এমনকি, তাঁকে বাঁচাতেও সক্ষম হন তিনি।

গত বুধবার দুপুর ২ টো নাগাদ এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে যে, ওই যুবকের নাম কুমার পূজারি। বাড়িতে ঝগড়ার পর ক্ষুব্ধ হয়ে কুমার আত্মহত্যার উদ্দেশ্যে রেলস্টেশনে পৌঁছেছিলেন। পাশাপাশি, ওই পুলিশকর্মীর নাম হল ঋষিকেশ মানে। যুবকটিকে রেল ট্র্যাকে ঝাঁপ দিতে দেখেই সঙ্গে সঙ্গে ওই পুলিশকর্মী তাঁকে বাঁচিয়ে নেন। ঘটনার পরেই ওই যুবকের বাবা-মাকেও ডেকে পাঠানো হয়।

এদিকে, এই ভিডিওটিই বর্তমানে ঝড় তুলেছে নেটমাধ্যমে। আইএএস অবনীশ শরণও এই ভিডিওটি শেয়ার করে ওই পুলিশকর্মীর ভূয়সী প্রশংসা করেছেন। এছাড়াও, এই অবাক করা ভিডিও দেখে চমকে গিয়েছেন নেটিজেনরাও। পাশাপাশি, ভিডিওটির পরিপ্রেক্ষিতে নিজেদের মতামতও জানিয়েছেন তাঁরা। সবাই ওই পুলিশ কর্মীকে কুর্ণিশ জানানোর পাশাপাশি, তাঁর সাহসের প্রশংসাও করেছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর