কাঁচা পেয়ারার পর এবার আঙুর, ভুবন বাদ‍্যকরের জনপ্রিয়তায় ভাগ বসাতে নতুন গান নিয়ে হাজির চাচা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ায় যারা সক্রিয় থাকেন তারা ‘ভাইরাল’ (Viral) শব্দটার অর্থ খুব ভাল ভাবেই জানেন। এই দুনিয়ায় যেকোনো দিন যে কেউ ভাইরাল হয়ে যেতে পারেন। উদাহরণ বড় কম নেই। রানু মণ্ডল, ইয়োহানির মানিকে মাগে হিতে আর এখন বাজার গরম ভুবন বাদ‍্যকরের (Bhuban Badyakar) ‘কাঁচা বাদাম’। মাঝখানে অবশ‍্য আরো একজন ভাইরাল গায়কের খোঁজ মিলেছিল।

তিনি পেশায় একজন পেয়ারা বিক্রেতা। ফল বিক্রি করার ফাঁকে তাঁর গাওয়া গান ভাইরাল হয়েছিল ‘কাঁচা বাদাম’ এর মতোই। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন অজ্ঞাতপরিচয় ওই ব‍্যক্তি। এবার ফের ভাইরল হলেন তিনি। তবে এবার আর সঙ্গে কাঁচা পেয়ারা নয়, রয়েছে আঙুর।


সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গান গেয়ে কালো আঙুর বিক্রি করছেন ওই পেয়ারা বিক্রেতা। ভিডিওটিতে এখনো পর্যন্ত ১ লক্ষ ভিউ হয়ে গিয়েছে। কাঁচা পেয়ারার মতো আঙুর নিয়ে এই গানটিও একই রকম ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

এর আগে ঠেলাগাড়িতে কাঁচা পেয়ারা বিক্রি করতে করতে গান গাইতে দেখা গিয়েছিল ওই ব‍্যক্তিকে। পেয়ারা বিক্রি করার ফাঁকে ফাঁকে সুরেলা গলায় গান গাইছিলেন তিনি। ভাষাটা শুধু হিন্দি। এই পেয়ারা বিক্রেতার নাম কী বা তিনি কোথাকার বাসিন্দা সেটা এখনো জানা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল ভিডিওটি।

https://www.instagram.com/reel/CaZQQMnjL_U/?utm_medium=copy_link

অবশ‍্য বাদাম কাকুও কম যান না। যারা ভেবেছিলেন ভুবন বাদ‍্যকর দুদিনের জন‍্য ভাইরাল হয়েছেন। এই মাতামাতি অচিরেই স্তিমিত হয়ে যাবে। তাদের বারংবার ভুল প্রমাণ করছেন ‘বাদাম কাকু’। প্রায় প্রতিদিনই ভাইরাল হচ্ছে ভুবন। তাঁর গান নিয়ে উন্মাদনা এখনো অব‍্যাহত। শুধুমাত্র ‘কাঁচা বাদাম’এ আটকে না থেকে নতুন নতুন আরো গান বাঁধছেন তিনি। এমনকি নিজের ইউটিউব চ‍্যানেলও খুলেছেন ভুবন।

X