বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র সরকারের তরফ থেকে দুই লক্ষ টাকা করে পেতে চলেছেন সকল ভারতীয় মহিলা। সকাল-সকাল এমন খবর জানতে পারলে যেকোনো মানুষের যে চোখ কপালে উঠবে তা অনস্বীকার্য। এবং বাস্তবেও হয়েছিল তাই। সোশ্যাল মিডিয়ায় খবরটি ছড়িয়ে যাওয়ার পরেই অসংখ্য মহিলাদের আনন্দের কোনো ঠিকানা ছিলো না।
দুই লক্ষ টাকা করে পাওয়ার খবরে স্বভাবতই তারা আনন্দে ফেটে পরে। এই খবরটি শুনে আপনিও যদি আশ্চর্য হয়ে যান, তাহলে সাবধান! কারণ সব খবর যে সত্যি হবে তার কোনো মানে হয় না। সেই আশঙ্কাই সত্যি করে দুই লক্ষ টাকার ব্যাপারে কী জানালো কেন্দ্র, দেখে নিন।
সোশ্যাল মিডিয়ায় আমাদের সামনে একাধিক সময় নানা খবর আসে, যেখানে দেখা যায় কেন্দ্র সরকারের তরফ থেকে কিংবা রাজ্য সরকারের তরফ থেকে বিপুল অর্থ আপনার একাউন্টে দান করা হবে। ঠিক যেমনভাবে সম্প্রতি একটি খবর ভাইরাল হয়ে যায় যে, কেন্দ্র সরকারের তরফ থেকে ‘প্রধানমন্ত্রী মহিলা সহায়তা যোজনা’ এর অন্তর্গত ভারতীয় মহিলাদের দুই লক্ষ টাকা করে দেওয়া হবে। এরপরে অনেকে সেটিকে সত্যি বলে মানতে শুরু করে। কিন্তু বর্তমানে প্রেস ইনফরমেশন ব্যুরো- এর তথ্য যাচাইকারী টুইটার হ্যান্ডেলে দাবি করা হয়েছে, “এ তথ্যটি সম্পুর্ণ মিথ্যা।”
एक #Youtube वीडियो में यह दावा किया जा रहा है कि केंद्र सरकार द्वारा 'प्रधानमंत्री महिला सहायता योजना' के तहत सभी महिलाओं को 2 लाख रुपए दिए जा रहे हैं।#PIBFactCheck:
▶️ यह दावा #फर्जी है
▶️ केंद्र सरकार द्वारा ऐसी कोई योजना नहीं चलाई जा रही है
▶️ ऐसे अफ़वाहों से सावधान रहें pic.twitter.com/JvQkjWQ8G5
— PIB Fact Check (@PIBFactCheck) March 24, 2022
তারা জানায় যে, কেন্দ্র সরকারের তরফ থেকে এহেন কোনো ঘোষণা করা হয়নি। তারা জানায়, কিছুদিন পূর্বে এমনও এক খবর রটে যে একটি ফর্ম ফিল আপ করলে ভারতীয় নাগরিকরা করোনা তহবিল থেকে পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবে। এবং সেই তথ্যও যে সম্পূর্ণ মিথ্যে ছিল সে বিষয়ে জানিয়েছে পিআইবি। ফলে আপনিও যদি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তথ্যে দু লাখ টাকার স্বপ্ন দেখে থাকেন, তবে সেই স্বপ্ন যে কোনদিন সত্যি হবে না সে কথাই ঘোষণা করল পিআইবি।