আত্মহত্যার চেষ্টা স্বামীর, দলেরই নেতাদের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের

বাংলাহান্ট ডেস্ক : বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন জলপাইগুড়ি পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী। গুরুতর আহত অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্ব এবং দলেরই চক্রান্ত দেখছে পরিবার।

জানা যাচ্ছে, শনিবার সন্ধ্যায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন জলপাইগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌষালি দাস সরকারের স্বামী শান্তনু সরকার। তড়িঘড়ি তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। এখনও সেখানেই চিকিৎসা চলছে তাঁর। এহেন ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন পুরসভার ভাইস চেয়ারম্যান তথা জেলা যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। কাউন্সিলরের পরিবারের সঙ্গে কথাও বলেন তিনি। সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌষালি দাস সরকারের স্বামী অসুস্থ শুনে দেখা করতে গিয়েছিলাম। তিনি এখন আগের চেয়ে ভালো আছেন। তাঁকে সিসিইউতে স্থানান্তরিত করা হবে।’

   

এই ঘটনার প্রেক্ষিতে কাউন্সিলর পৌষালি দেবী অভিযোগের আঙুল তুলেছেন দলের একাংশের দিকেই। তাঁর দাবি বহুদিন ধরেই আত্মহত্যার প্ররোচনা দেওয়া হচ্ছিল তাঁর স্বামীকে। তিনি বলেন, ‘পুরভোটের আগে থেকেই আমার স্বামীকে আত্মহত্যার প্ররোচনা দিচ্ছিল দলেরই কিছু লোক। বিষয়টি দলকে জানাবো। দলীয়ভাবে জানালে নিশ্চয়ই সুবিচার পাওয়া যাবে।’

এই অভিযোগ জানানোর প্রসঙ্গে সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, পৌষালী দেবী অভিযোগ জানালে নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখবে দল। এবং সেই মতন বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পুরো ব্যাপারটি সম্পর্কে এখনও অবধি পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলেই পুলিশ সূত্রে খবর।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর