ঝড়ের গতিতে আসছিল ট্রেন, তবুও লাইনের কাছে বাইক নিয়ে গেল ব্যক্তি! ঘটল মজাদার ঘটনা! ভাইরাল ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় একাধিক সময় নানান ভিডিও ভাইরাল হতে দেখা যায়। এবং সে সকল ভিডিও মাঝেমধ্যে মজার হয় আবার কিছু ভিডিও অনেকটা স্পর্শকাতরও হয়। তবে সম্প্রতি, যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি দেখে আপনারা হাসবেন নাকি আশ্চর্য হবেন সে বিষয়ে সন্দেহ আছে। ভাইরাল ভিডিওতে কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক।

memes.bks নামক একটি ইনস্টাগ্রাম একাউন্ট থেকে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করা হয়েছে। কিছু সেকেন্ডের ভিডিও টি বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে আশ্চর্য করে তুলেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি রেল লাইনের ছবি। সেই লাইন ধরে কিছুক্ষণের মধ্যে ট্রেন আসতে চলেছে এবং সেই উদ্দেশ্যে তার পূর্বে ক্রসিং দিয়ে দুদিক ঢেকে দেয় এক কর্মী। আমরা এই দৃশ্যের সাথে পরিচিত যখন ট্রেন আসে এবং ক্রসিং দেওয়ার ফলে দু’ধারে যানবাহনগুলি রেললাইন হতে নির্দিষ্ট দূরে দাঁড়িয়ে পরে। এর ফলে দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকেনা।

কিন্তু ভিডিওটির পরবর্তী অংশে দেখা যায় এক আশ্চর্য কাহিনী। দু’ধারে বিভিন্ন গাড়িগুলি দাঁড়িয়ে গেলেও একটি বাইক বাঁধা পেরিয়ে একদম লাইনের সামনে চলে আসে। এরপর অন্য এক ব্যক্তিকে সেই মোটর আরোহীকে পিছিয়ে আসার জন্য অনুরোধ করতে দেখা যায়। কিন্তু কে শোনে কার কথা! ব্যক্তিটি তার বাইক পিছোতে অস্বীকার করে এবং এরপরই দেখা যায় ট্রেনটি প্রবল গতিতে বাইক আরোহীর একদম সামনে দিয়ে বেরিয়ে যায়।

 

View this post on Instagram

 

A post shared by BKS [50k🎯]💪😤 (@memes.bks)

তবে এক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটেনি। ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ওই বাইক আরোহীর এহেন কান্ড দেখে আশ্চর্য হয়েছে এবং কমেন্ট বক্স দেখলেই আপনারা তা বুঝতে পারবেন।

X