হিন্দি সংষ্করণে অবিশ্বাস্য ব্যবসা, দুদিনেই ৩৫০ কোটি টাকা তুলে ফেলল ‘আর আর আর’

বাংলাহান্ট ডেস্ক: কয়েকশো কোটির টাকা খরচ করে সিনেমা বানানো সার্থক হল এস এস রাজামৌলির। ‘আর আর আর’ (RRR) কার্যত ঝড় তুলে দিয়েছে বক্স অফিসে। এতদিন পর্যন্ত যা কোনো ভাষার কোনো ছবি পারেনি, সেই ‘বাহুবলী’র রেকর্ডও ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়েছে আর আর আর। প্রথম দিনেই সারা বিশ্বে ২০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে এই ছবি।

দ্বিতীয় দিনেও সাফল্য অব্যাহত রয়েছে আর আর আর এর। সপ্তাহান্তে মুক্তি না পেয়েও যে পরিমাণ ব্যবসা করেছে এই ছবি তা চমকে দিয়েছে সকলকে। তাই বলা বাহুল্য, সপ্তাহান্তে ব্যবসার পরিমাণটা আরো বাড়বে। আর হয়েছেও সেটাই। শুক্রবার হিন্দি সংষ্করণে মোট বক্স অফিস কালেকশন হয়েছিল ২০.০৭ কোটি টাকা। সেখান থেকে শনিবার সেটা বেড়ে দাঁড়িয়েছে ২৩-২৬ কোটি টাকা! আর কয়েক দিনের মধ্যেই ৫০ কোটি টাকা ছাড়িয়ে যাবে হিন্দি সংষ্করণের ব্যবসা।

IMG 20220326 011443
তেলুগু ভাষায় ব্যবসার পরিমাণ সবথেকে বেশি, ৩২ কোটি টাকা। এছাড়া অন্যান্য ভাষা এবং বিদেশে সংগ্রহ মিলিয়ে দাঁড়িয়েছে দ্বিতীয় দিনে ১০৫-১১০ কোটি টাকায়টাকায়। অর্থাৎ দু দিনের মোট সংগ্রহ মিলিয়ে সারা বিশ্বে আর আর আর এর মোট ব্যবসার পরিমাণ ৩৪০-৩৫০ কোটি টাকা।

মুক্তির দিনেই ১৩৭ কোটি টাকার ব‍্যবসা করেছিল ‘আর আর আর’। ‘বাহুবলী: দ‍্য কনক্লুশন’ এর প্রথম দিনের রেকর্ড সংগ্রহ ছিল ১৩৩.৮০ কোটি টাকা। বাহুবলীকে ছাপিয়ে গিয়েছে রাম চরণ, জুনিয়র এনটিআর অভিনীত ‘আর আর আর’। নিজের তৈরি রেকর্ড নিজেই ভেঙেছেন রাজামৌলি।

IMG 20220326 213019
গত পাঁচ বছরে বাহুবলীর তৈরি করা রেকর্ড ভাঙার সাধ‍্য হয়নি কারোরই। খুব বেশি হলে ৫০ কোটির কাছাকাছি তুলে রণে ক্ষান্ত দিয়েছিল অন‍্য ছবিগুলি। আর আর আর শুধু বক্স অফিস কালেকশনকেই ছাপিয়ে যায়নি, IMDb রেটিংয়ের দিক দিয়েও বাহুবলীর থেকে এগিয়ে রাজামৌলির নতুন ছবি। এখনো পর্যন্ত ১০ এ ৯.১ পয়েন্টে রয়েছে আর আর আর।

Niranjana Nag

সম্পর্কিত খবর