অহিন্দু হওয়ার ‘অপরাধে’ মৌলবাদীদের বয়কট, মন্দিরে ভরতনাট‍্যম পারফর্ম করতে দেওয়া হল না মুসলিম তরুণীকে

বাংলাহান্ট ডেস্ক: ধর্মনিরপেক্ষ দেশে আবারো অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ। কেরলে এক মুসলিম ভরতনাট‍্যম (Bharatnatyam) নৃত‍্যশিল্পীকে বয়কট করার জন‍্য উঠে পড়ে লেগেছে মৌলবাদীরা। প্রথমে মুসলিম কট্টরপন্থীদের তরফে তাঁকে বয়কট করা হয়। আর এবারে এক মন্দিরে তাঁর নৃত‍্য প্রদর্শনও বন্ধ করে দেওয়া হয়েছে।

ঘটনাটি কেরলের ত্রিসুর জেলার। মানসিয়া ভি পি (Mansiya V P) নামের ওই মুসলিম ভরতনাট‍্যম নৃত‍্যশিল্পী এই জেলার বাসিন্দা। বহু অনুষ্ঠানে তাঁর নাচের প্রতিভা প্রশংসিত হয়েছে। কিন্তু তারপরেই মানসিয়ার উপরে নজর পড়ে কট্টরপন্থীদের। ইরিনজালাকুডা নামে একটি মন্দিরে তাঁর নাচের পারফরম‍্যান্স বন্ধ করে দেওয়া হয়েছে।

whatsapp image 2022 03 28 at 4 45 06 pm
জানা যাচ্ছে, মন্দিরটি কেরল সরকার নিয়ন্ত্রিত দেবস্বম বোর্ড দ্বারা সঞ্চালিত। নৃত‍্যশিল্পী মানসিয়া সোশ‍্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন, অহিন্দু হওয়ার কারণে তাঁকে মন্দিরে পারফর্ম করতে দেওয়া হয়নি। তাঁর ‘অপরাধ’ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও তিনি ভরতনাট‍্যমের মতো শাস্ত্রীয় নৃত‍্যে স্নাতকোত্তর করছেন। বিভিন্ন মঞ্চে পারফর্ম করে প্রশংসা কুড়াচ্ছেন।

সোশ‍্যাল মিডিয়ায় মানসিয়া জানিয়েছেন, আগামী ২১ এপ্রিল ওই মন্দিরে তাঁর নাচের পারফরম‍্যান্স ছিল। কিন্তু মন্দিরের দয়িত্বে থাকা এক আধিকারিক তাঁকে জানান যে অহিন্দু হওয়ার কারণে তিনি পারফর্ম করতে পারবেন না।

এখানেই শেষ নয়। হিন্দু ধর্মাবলম্বী সঙ্গীতশিল্পী শ‍্যাম কল‍্যাণের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিয়েও কটাক্ষের শিকার হচ্ছেন মানসিয়া। তিনি ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছেন কিনা, এমন প্রশ্নও উঠছে। মানসিয়া জানান, এর আগেও একটি মন্দিরে তাঁর নৃত‍্য প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি নিজেকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করেছেন।


Niranjana Nag

সম্পর্কিত খবর