দুই নতুন ফ্র্যাঞ্চাইজির লড়াইয়ে বাজি মারলো গুজরাট, হার দিয়ে IPL-এ যাত্রা শুরু করলো লখনউ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মহম্মদ শামির দুরন্ত বোলিং এবং টেলএন্ডারদের দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে আইপিএলে যাত্রার শুরুটা জয় দিয়েই করলো গুজরাট টাইটান্স। অপর নতুন দল লখনউ সুপার জায়ান্টদের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় পেলেন শামিরা। বাজেভাবে ইনিংস শুরু করেও দীপক হুডা এবং আয়ুস বাডোনির জোড়া অর্ধশতরানে ভর করে বোর্ডে ১৫৮ রান তুলেছিল লখনউ। শুরুতে গুজরাটের ব্যাটিং অর্ডারকে বেকায়দায় ফেললেও হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওটিয়া, অভিনব মনোহরের মিডল অর্ডার গুজরাটকে জয় এনে দেয়।

মহম্মদ শামি চলতি মরশুমে পাঞ্জাব কিংস থেকে যোগ দিয়েছেন গুজরাট টাইটান্সে। লখনউয়ের অধিনায়ক গোল্ডেন ডাকে ফেরানোর পর রাহুলকে নিজের দ্বিতীয় ওভারে আক্রমণাত্মক ওপেনার কুইন্টন ডি কককে বোল্ড করেন শামি। ৯ বলে ৭ রান করে আউট হন তিনি। একটি বাউন্ডারিও মারেন। ২ ওভারে ২টি সাফল্যের পরে, হার্দিক তাকে তৃতীয় ওভার দেওয়ার সিদ্ধান্ত নেন। অধিনায়ককে নিরাশ করেননি শামি। তিনি আবার মনীশ পান্ডেকে বোল্ড করে দলকে দারুণ সাফল্য এনে দেন। ১৭ বলে করেন ৬ রান। প্রথম ৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন শামি।

ayush hooda

যদিও সেই ঝটকা সামলে নিয়ে স্কোর বোর্ডে ভদ্রস্থ রান তুলে ফেলেছে লখনউ। দীপক হুডা ও আয়ুস বদনীর অর্ধশতরানে ভর করে ঘুরে দাঁড়ান তারা। ৫৫ রান করে রশিদের বলে এলবিডব্লিউ হন হুডা। আয়ুস আউট হন ৪১ বলে ৫৪ রান করে। শামি ভালো বল করলেও বেদম মার খেয়েছেন অপর পেসার বরুণ অ্যারন।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার শুভমান গিল-কে খাতা খোলার আগেই ফেরত পাঠান লখনউয়ের শ্রীলঙ্কান পেসার দুষ্মন্ত চামিরা। এরপরে তিন নম্বরে নামা বিজয় শঙ্কর-কে ৪ রানে বোল্ড করেন তিনি। ওপেনার উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েডও খুব বেশি কিছু করতে পারেননি। ২৯ বলে ৩০ রান করে আউট হন তিনি। কিন্তু মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া (২৮ বলে ৩৩), ডেভিড মিলার (২১ বলে ৩০), রাহুল তেওটিয়া (২৪ বলে ৪০) এবং অভিনব মনোহর (৭ বলে ১৫) সুন্দর ব্যাটিং করে কাজের কাজটি করে আসেন। ক্রুনাল পান্ডিয়া নিজের ভাই হার্দিককে আউট করার পরে খুব কৃপণ বোলিং করলেও তা লখনউ-কে ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না।


Reetabrata Deb

সম্পর্কিত খবর