বাংলা হান্ট ডেস্কঃ রামপুরহাট এলাকায় তৃণমূল নেতা খুন এবং একাধিক বাড়িতে আগুন লাগার ফলে বহু মানুষের প্রাণ হারানোর ঘটনা এখনো বর্তমান। আর এর মাঝে নতুন করে বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তী গ্রাম। এদিন সাতসকালে একপ্রকার ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের 10 নম্বর বোরিয়া গ্রাম অঞ্চল।
জানা গিয়েছে, এ দিন সকালেই হঠাৎ বিকট শব্দের আওয়াজ শুনতে পায় গ্রামবাসীরা। সেই আওয়াজ শুনতে পেয়ে তারা বাড়ির বাইরে এসে দেখতে পায় আগুন ধরে গেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের 10 নম্বর বোরিয়া গ্রামের বাসিন্দা মফিজুদ্দিন সরকারের বাড়িতে।
এর পরেই সেই অঞ্চলে হইচই পরে যায় এবং আতঙ্কিত হয়ে পরে গ্রামের বাসিন্দারা। এর মধ্যে এক ব্যক্তি পুলিশে খবর দিয়ে সমস্ত ঘটনা জানালে সেখানে হাজির হয় প্রশাসন। এরপর পুলিশ এলাকায় হাজির হয়ে তদন্ত শুরু করে বলে জানা যাচ্ছে। তবে গ্রামবাসীদের অনুমান, মফিজুদ্দিন সরকারের বাড়িতে বোমা মজুত করা ছিল এবং সেই বোমা ফেটেই যে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে মত গ্রামবাসীদের একাংশের। তবে আসল ঘটনা কি এবং কি করেই বা বাড়িতে আগুন লেগেছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
রামপুরহাট কাণ্ডে একাধিক বাড়ি পুড়ে যাওয়ার ফলে প্রাণ হারায় বহু সংখ্যক মানুষ আর এর ফলে বর্তমানে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিরোধীদের একের পর এক আক্রমণে দিশেহারা রাজ্য সরকার। সিবিআই তদন্তের মাঝে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। আর এর মাঝেই নতুন করে আবার বিস্ফোরণ। তবে আশার কথা, এক্ষেত্রে কোনো হতাহতের খবর মেলেনি। কিন্তু এই ঘটনা নতুন বিতর্কের যে সৃষ্টি করবে, তা বলা যায়।