কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর! ৩১ মার্চের আগে এই কাজ করলেই লাভ হবে ৪,৫০০ টাকা

বাংলা হান্ট ডেস্ক: দেশের লক্ষ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ খবর সামনে এল। জানা গিয়েছে যে, এখনও পর্যন্ত যে সমস্ত কর্মচারী করোনা মহামারীর কারণে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স (Children Education Allowance, CEA) দাবি করতে পারেননি, তাঁদের ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে সেই দাবি জানাতে হবে। উল্লেখ্য যে, এর জন্য কর্মচারীদের কোনো অফিসিয়াল নথিরও প্রয়োজন হবে না।

মূলত, কেন্দ্রীয় কর্মচারীরাও তাঁদের সন্তানদের শিক্ষার জন্য ভাতা পেয়ে থাকেন। যা সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে প্রতি মাসে প্রায় ২,২৫০ টাকা। কিন্তু গত বছর থেকে করোনা মহামারীর কারণে স্কুলগুলি বন্ধ রয়েছে। যার কারণে কেন্দ্রীয় কর্মীরা CEA দাবি করতে পারেননি। তাই এর শেষ তারিখ বাড়ানো হয়েছে। যে কারণে এই সময়সীমার মধ্যেই CEA দাবি করতে হবে কর্মচারীদের। বর্তমান প্রতিবেদনে এই সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হল।

প্রয়োজনীয় ডকুমেন্টস:
Children Education Allowance দাবি করার জন্য কেন্দ্রীয় কর্মচারীদের তাঁদের সন্তানের স্কুল সার্টিফিকেট জমা দিতে হবে এবং ক্লেম ডকুমেন্টস জমা দিতে হবে। বিদ্যালয় থেকে প্রাপ্ত নথিতে লেখা থাকবে যে শিশুটি তাদের প্রতিষ্ঠানে পড়াশোনা করে। এর সাথে যে একাডেমিক ক্যালেন্ডারে পড়াশোনা চলছে তাও উল্লেখ করা থাকবে। CEA দাবির জন্য, সন্তানের রিপোর্ট কার্ড, নিজের সইয়ের কপি এবং ফি রসিদও সংযুক্ত করতে হবে।

পাশাপাশি, গত জুলাই মাসে, ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং (DoPT) একটি অফিস অফ মেমোরেন্ডাম (OM) জারি করেছে। যেখানে বলা হয়েছে যে, করোনার কারণে কেন্দ্রীয় কর্মীরা CEA ভাতা দাবি করতে অসুবিধার সম্মুখীন হয়েছেন। কারণ, অনলাইনে ফি জমা দেওয়ার পরও স্কুল থেকে এসএমএস / ই-মেইলের মাধ্যমে রেজাল্ট / রিপোর্ট কার্ড পাঠানো হয়নি।

যে কারণে DoPT-এর মতে, CEA দাবি এবার “Self declaration”-এর মাধ্যমে বা রেজাল্ট / রিপোর্ট কার্ড / ফি পেমেন্টের এসএমএস / ই-মেইলের প্রিন্ট আউটের মাধ্যমেও দাবি করা যেতে পারে। তবে, এই সুবিধা শুধুমাত্র মার্চ ২০২০ এবং মার্চ ২০২১-এ শেষ হওয়া শিক্ষাবর্ষের জন্য উপলব্ধ হবে।

কত ভাতা মিলবে:

মূলত, কেন্দ্রীয় কর্মীরা দু’টি সন্তানের পড়াশোনা বাবদ Children Education Allowance-এর সুবিধা পান। এই ভাতার পরিমান প্রতি মাসে ২,২৫০ টাকা। অর্থাৎ কর্মচারীরা দু’টি সন্তানের জন্য প্রতি মাসে ৪,৫০০ টাকা পান। তবে দ্বিতীয় সন্তান যদি যমজ হয়, তাহলে প্রথম সন্তানের সঙ্গে যমজ সন্তানদের পড়াশোনার জন্যও এই ভাতা দেওয়া হয়।

MONEY IN HANDS

বর্তমানে দু’টি একাডেমিক ক্যালেন্ডার অনুসারে, একটি শিশুকে ৪,৫০০ টাকা দিতে হবে। যদি কোনো কর্মচারী এখনও মার্চ ২০২০ এবং মার্চ ২০২১-এর জন্য এই ভাতা দাবি না করে থাকেন তবে তাঁরা এটি দ্রুততার সাথে দাবি করতে পারেন। এমতাবস্থায় তাঁদের বেতনে যোগ হবে ৪৫০০ টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর