বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২১ সালটা মোটেও ভালো যায়নি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্য। বাজে পারফরম্যান্সের সাথে ভারতীয় দলের অধিনায়কত্ব হাতছাড়া হওয়া, বছরটা ভুলেই থাকতে চাইবেন বিরাট ভক্তরা। তিনি আইপিএলের চলতি মরশুমে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবেই খেলছেন। বিরাটের নেতৃত্বে ভারত ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছেও হেরেছে। এই সবের প্রভাব বিরাট কোহলির জন্য শুধুমাত্র তার ক্রিকেট কেরিয়ারেই নয়, তার ব্র্যান্ড ভ্যালুতেও দেখা গেছে। যাইহোক, সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি ২০২১ অনুযায়ী উপার্জনের ক্ষেত্রে তিনি এখনও শীর্ষে রয়েছেন। কিন্তু কোহলির ব্র্যান্ড ভ্যালুতে বিরাট পতন হয়েছে।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি গত বছর ২০২১ সালে ব্র্যান্ড ভ্যালুর এক-পঞ্চমাংশ হারিয়েছেন। কনসালটেন্সি ফার্ম ডাফ অ্যান্ড ফেল্পস-এর রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে কোহলির ব্র্যান্ড ভ্যালু ছিল ২৩৭৭ মিলিয়ন ডলার অর্থাৎ ১৮০৬.৬১ কোটি টাকা, কিন্তু এই ব্র্যান্ড ভ্যালু ২০২১ সালে ১৪১১.৩৯কোটি টাকায় নেমে এসেছে। এ বছর তাদের ব্র্যান্ড ভ্যালু উল্লেখযোগ্যভাবে কমেছে। তাদের ব্র্যান্ডের মূল্য ২২ শতাংশ কমেছে।
প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ৪০০ মিলিয়ন ডলারের ব্র্যান্ড ভ্যালুতে ব্যাপক পতন সত্ত্বেও, ১৮৫৭ মিলিয়ন ডলার ব্র্যান্ড মূল্য সহ, অনুমোদন থেকে উপার্জনের ক্ষেত্রে টানা পঞ্চম বছরের জন্য শীর্ষস্থান ধরে রেখেছেন। বিরাটের বাজে খেলার প্রভাব দেখা গেছে তার ব্র্যান্ড ভ্যালুতে। গত দুই বছরে বিরাটের ব্যাট থেকে একটিও শতরান আসেনি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের পর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বলিউড অভিনেতা রণবীর সিং-এর নাম।
যেখানে অনেক বলিউড সেলিব্রিটি শীর্ষ ২০ সেলিব্রেটি ব্র্যান্ডে জায়গা করে নিতে সফল হয়েছিল, সচিন টেন্ডুলকার, রোহিত শর্মা এবং পিভি সিন্ধুর মতো ক্রীড়াবিদরাও এই তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন। ভারতের অন্যতম সফল অধিনায়ক, এমএস ধোনির আয় প্রায় ৪৬২ কোটি টাকায় পৌঁছেছে। টপ-৫-এ উঠেছে তারা।