বাংলাহান্ট ডেস্ক: পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবিটি মুক্তি পেয়েছে তিন সপ্তাহ হতে চলল। এখনো পর্যন্ত ছবিটি নিয়ে চর্চা অব্যাহত। এতদিনে অনেক বলিউড তারকাই কাশ্মীর ফাইলস নিয়ে মুখ খুলেছেন। আবার অনেকে এখনো বিপরীত মত পোষণ করছেন। এর মাঝেই একটা খারাপ খবর চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে। দ্য কাশ্মীর ফাইলস দেখতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।
জানা যাচ্ছে, ঘটনাটি চিঞ্চওয়াড়ের। মৃতের নাম অভিজিৎ শশীকান্ত শিন্ডে, বয়স ৩৮। গত ২১ মার্চ বন্ধুদের সঙ্গে দ্য কাশ্মীর ফাইলস ছবিটি দেখতে গিয়েছিলেন তিনি। ছবি শেষ হওয়ার পর এক ঘন্টা এ নিয়ে আলোচনা করেন বন্ধুবান্ধবদের সঙ্গে। তারপর বাড়ি ফিরেই তিনি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েন। পরিবারের কারোর কারোর সঙ্গেই কথা বলেননি।
সকালে অভিজিতের বাবা ছেলের ঘরে গিয়ে তাঁকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু রবিবার রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিজিৎ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর কারণ ব্রেন স্ট্রোক। জানা যাচ্ছে, উচ্চ রক্তচাপের সমস্যা ছিল অভিজিতের। তিনি আবেগপ্রবণও ছিলেন। সম্ভবত, ছবির গল্পের নৃশংস বাস্তব তিনি সহ্য করতে পারেনি।
প্রসঙ্গত, দু সপ্তাহের মধ্যে ২৫০ কোটি টাকার কাছাকাছি তুলে ফেলেছে দ্য কাশ্মীর ফাইলস। কাশ্মীরি পণ্ডিতদের উপরে নৃশংস অত্যাচার এবং গণহত্যার নির্মম সত্য উঠে এসেছে ছবিতে। যদিও ছবিতে দেখানো ইতিহাস কতটা সত্যি ও অবিকৃত তা নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক হয়েছে।
‘আর আর আর’ এর মতো কড়া প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও মোট ২২৮.১৮ কোটি টাকার ব্যবসা করেছে বিবেক অগ্নিহোত্রীর ছবি। রবিবার ৮.৭৫ কোটি টাকা তুলেছে এই ছবি। ফিল্ম সমালোচকদের দাবি, এমন চলতে থাকলে ২৫০ কোটির গণ্ডিও ছুঁয়ে ফেলবে দ্য কাশ্মীর ফাইলস।