বিরোধীদের খুন-ধর্ষণ করে ক্ষমতায় বসা বিজেপির সংস্কৃতি না, তৃণমূলকে তুলোধোনা অমিত শাহের

বাংলাহান্ট ডেস্ক : এবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসা প্রসঙ্গে লোকসভায় সরব হলেন অমিত শাহ (Amit Shah)। নাম।না করেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন তিনি। বুধবার দিল্লি পুরনিগম সংশোধনী বিল সম্পর্কিত ভাষণের পরই তৃণমূলকে একহাত নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। তাঁর দাবি, ‘বিরোধী নেতাদের হত্যা করে কোনও রাজ্যে ক্ষমতা দখল করতে চায় না বিজেপি এমনকি বিরোধী রাজনৈতিক নেতাদের মেয়েদের, বোনেদের, স্ত্রীদের ধর্ষণ করেও আমরা ক্ষমতায় আসতে চাই না। এটা বিজেপির সংস্কৃতি নয়।’

বাংলায় ঘটতে থাকা সাম্প্রতিক রাজনৈতিক হিংসা এবং সন্ত্রাসের ঘটনার প্রসঙ্গ টেনেই বাংলার শাসকদলকে এদিন খোঁচা দেন অমিত শাহ। তাঁর দাবি, যাদের ক্ষমতা হারানোর ভয় আছে তারাই অন্য রাজনৈতিক দলগুলিকে বাধা দেয়। তিনি বলেন,’ আমরাও সর্বত্র নির্বাচনে লড়তে চাই। কিন্তু বিজেপি নির্বাচনে লড়ে আদর্শ, কর্মসূচি এবং কী কাজ হয়েছে তার ভিত্তিতে। তৃনমুলও গোয়ার ভোটে লড়তে গিয়েছিল। কিন্তু আমরা বিরোধী নেতাদের খুন করে রাজ্যের শাসনভার চাই না। বিরোধী শিবিরের মেয়ে, বোন, স্ত্রীদের ধর্ষণ করে কুর্শিতে বসতে চাই না।’

   

এদিন লোকসভায় তৃণমূল সাংসদ সৌগত রায়কে উদ্দ্যেশ্য করে তিনি প্রশ্ন তোলেন, ‘আপনারা কেন গোয়ায় গিয়েছেন? কেন আপনারা ত্রিপুরায় গিয়েছেন? আপনাদের যাওয়ার অধিকার আছে। আমি তো বলিনি যে যাবেন না। প্রত্যেক দলেরই নিজেদের মতাদর্শ নিয়ে, নিজের সরকারের কাজ নিয়ে একাধিক জায়িগায় যাওয়া উচিত। এটিই গণতন্ত্রের সৌন্দর্য। ‘

তৃণমূলের পাশাপাশিই এদিন কংগ্রেসকেও বিঁধেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। কংগ্রেসকে কটাক্ষ করতে গিয়ে ইতিহাসের পাতা থেকে জরুরি অবস্থার প্রসঙ্গও টেনে আনতে দেখা যায় তাঁকে। সেখানে তিনি ঘুরিয়ে একথাই দাবি করেন যে অন্য কিছু না, ভয় থেকেই দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এদিন শাহ বলেন, ‘আমরা কোনও নির্বাচনের মুখোমুখি হতে ভয় পাই না। কিন্তু কীভাবে ভয় পেয়ে গিয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছিল সে সবই আমাদের জানা।’

আপের উত্থানেও যে পাত্তা দিতে নারাজ গেরুয়া শিবির, একথাও শোনা গেছে তাঁর গলায়। এই বিষয়ে দলের অবস্থান অত্যন্ত স্পষ্ট করে দেন তিনি। এদিন তিনি সাফ জানান, ‘পাঞ্জাবে ক্ষমতায় এলেও উত্তরপ্রদেশের সব আসনে আপ এর জামানত জব্দ হয়েছে। উত্তরাখণ্ডেও সব আসনে হেরেছে আম আদমি পার্টি। মণিপুরে তো ভোটে লড়েইনি তারা। গোয়াতেও গোহারা হারতে হয়েছে আপকে।’

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর