“আনারুলকে সরাতে চাইলেও আশিসের অনুরোধে পারিনি”, অনুব্রতর মন্তব্যে চাঞ্চল্য

বাংলা হান্ট ডেস্কঃ রামপুরহাটে তৃণমূল নেতা ভাদু শেখ খুন এবং তারপর একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ফলে বহু মানুষের প্রাণ হারানোর ফলে বিতর্ক সৃষ্টি হয়েছে গোটা বাংলায় আর তার রেশ যে ছড়িয়েছে গোটা দেশে। আর এবার অনুব্রত মণ্ডল এবং রামপুরহাট এর বিধায়ক আশিস বন্দোপাধ্যায় চিঠি আদান-প্রদানকে কেন্দ্র করে বাঁধলো নতুন এক বিতর্ক।

রামপুরহাটে প্রথমে তৃণমূল নেতা খুন এবং পরে অগ্নিসংযোগে একাধিক মানুষের মৃত্যুর পর বিতর্ক সৃষ্টি হলে হাইকোর্টের তরফ থেকে সিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় আর এরপরে সিবিআই তাদের জেল হেফাজতে নেয় তৃণমূল নেতা আনারুল হোসেনকে। তৃণমূলের এই নেতাকে নিয়ে প্রথম থেকেই দলের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছিলো। মমতা ব্যানার্জির নির্দেশে প্রথমে তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশ এবং বর্তমানে সে সিবিআই হেফাজতে রয়েছে। বর্তমানে অনুব্রত মণ্ডল এবং তৃণমূল বিধায়ক আশিস বন্দোপাধ্যায়ের মধ্যে চিঠি আদান-প্রদানকে কেন্দ্র করে এক নতুন বিতর্ক সৃষ্টি হলো।

2021 সালের সেই চিঠিতে তৃণমূলের বিধায়ক আশিস বন্দোপাধ্যায় অনুব্রত মণ্ডলের কাছে পঞ্চায়েত ভোট হওয়া পর্যন্ত আনারুলকে তৃণমূলের ব্লক সভাপতি পদে বহাল রাখার জন্য আর্জি জানান। এই চিঠিটি সামনে আসার পর অনুব্রত মণ্ডলের প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলে তিনি বলেন যে, প্রথম থেকেই আনারুলকে সরানোর জন্য তিনি বদ্ধপরিকর ছিলেন। কিন্তু ভোটের মুখে আশিসবাবু আনারুলকে পদে বহাল রাখার আর্জি জানালে তিনি তাকে দলে রাখতে বাধ্য হন।

এই চিঠির সত্যতা স্বীকার করে নিয়ে তৃণমূল বিধায়ক জানিয়েছেন, “শুধুমাত্র সংগঠনের কথা ভেবেই আনারুলকে পদে বহাল রাখার আর্জি জানাই এবং পরে সকলে সম্মত হয় এই সিদ্ধান্তে।” তবে এই চিঠি বিতর্কের পর রাজ্য সরকারকে সমালোচনায় বিদ্ধ করল বিরোধী দলগুলো। তাদের মতে, এই বিতর্কের ফলে তৃণমূলের দলের অন্দরে যে ভাঙন সৃষ্টি হয়েছে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে।


Sayan Das

সম্পর্কিত খবর