চোখে জল দর্শকদের, মালা পরানো অভিষেক চট্টোপাধ‍্যায়ের ছবি নিয়ে শেষ ‘মোহর’এর শুটিং

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক সিরিয়াল শেষের খবরে মন খারাপ দর্শকদের। সদ‍্য শোনা গিয়েছিল, জি বাংলায় শেষ হয়ে যাচ্ছে পুরনো একটি জনপ্রিয় সিরিয়াল। এবার জানা গেল, স্টার জলসাতেও শেষের পথে হাঁটছে এক সময়ের অত‍্যন্ত জনপ্রিয় সিরিয়াল ‘মোহর’ (Mohor)।

গত বৃহস্পতিবার এসে পৌঁছেছিল অভিনেতা অভিষেক চট্টোপাধ‍্যায়ের (Abhishek Chatterjee) প্রয়াণের খবর। মোহর সিরিয়ালে শঙ্খ স‍্যারের বাবা আদিদেবের ভূমিকায় অভিনয় করতেন তিনি। অত‍্যন্ত প্রিয় একটি চরিত্র ছিল দর্শকদের। আচমকা সেই মানুষটাই চলে গেলেন। সিরিয়াল কি আর এগিয়ে নিয়ে যাওয়া যায়?


এমনিতেও কয়েক মাস ধরেই সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তার মধ‍্যেই দুঃস্বপ্নের মতো এসে পৌঁছায় অভিষেকের মৃত‍্যুর খবর। কলাকুশলীরা প্রত‍্যেকেই ভেঙে পড়েছিলেন এতবড় আঘাতে। মোহর, শঙ্খ ওরফে সোনামণি ও প্রতীক পৌঁছেছিলেন প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে।


এবার চ‍্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজকদের তরফে সিরিয়াল শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। সোশ‍্যাল মিডিয়ায় ইতিমধ‍্যেই ভাইরাল হয়েছে মোহরের শেষ দিনের শুটিংয়ের কিছু ছবি। সিরিয়ালের থিম কেক কেটে শুটিং শেষ করা হয় এদিন। গোটা টিম ও কলাকুশলীরা তো উপস্থিত ছিলেনই। রাখা হয়েছিল প্রয়াত অভিষেক চট্টোপাধ‍্যায়ের ছবিও।

https://www.instagram.com/p/CbvL1f7hfIT/?utm_medium=copy_link

রজনীগন্ধার মালা পরানো হয়েছে অভিনেতার ছবিতে। দুপাশে ফুলের স্টিক। ফটোফ্রেমের মধ‍্যে থেকে হাসছেন অভিষেক। তাঁর ছবি মাঝে রেখে লেন্সবন্দি হয়েছে গোটা টিম। অনুরাগীদের মন খারাপ হলেও অনেকেই বলেছেন এটাই সঠিক সিদ্ধান্ত হয়েছে। আদিদেব চরিত্রে অন‍্য কাউকে না নিয়ে সিরিয়ালের গল্প শেষ করে দেওয়াতেই প্রয়াত অভিষেককে সম্মান জানানো হয়েছে বলে মত নেটিজেনদের। এখনো আনুষ্ঠানিক ঘোষনা না হলেও শোনা যাচ্ছে, আগামী ৩ রা এপ্রিল শেষ সম্প্রচার মোহরের।

সম্পর্কিত খবর

X