গেরুয়াধারীর হাতে গিটার, গান শুনে মুগ্ধ সবাই! সন্ন্যাসীর পরিচয় জানলে অবেক হবেন! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়াতে রোজই নানান ভিডিও ভাইরাল হয়। এর মধ্যে কিছু ভিডিও হয় মজার। কিছু ভিডিও হয় দুঃখের। নানার আবেগের ভিডিও বা ছবির সম্ভার হলো সোশ্যাল মিডিয়া। কোনও ভিডিও ইতিবাচক বা নেতিবাচক ভাবে নেটিনেজনের মনকে নাড়া দিতে পারলেই মানুষ সেই ভিডিও শেয়ার করেন। সম্প্রতি এমন করেই মানুষের নজর কেড়েছে একজন গেরুয়াধারী সন্ন্যাসীর গিটার বাজিয়ে গানের ভিডিও।

ভিডিওটি “লা মিউজিকা” নামের একটি জনপ্রিয় ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে একজন গেরুয়াধারী সন্ন্যাসীকে জনপ্রিয় গায়ক “কৈলাস খের”-এর গাওয়া “আল্লাহ কি বন্দে হাস দে” গানটি গিটার বাজিয়ে গাইতে দেখা গিয়েছে। একটি দর্শকপূর্ণ স্থানে দাঁড়িয়ে তিনি একমনে গান গাইছেন আর পাশের একটি বড় মানুষের লাইন থেকে কিছু মানুষ তার গানে মুগ্ধ হয়ে তার হাতে কিছু টাকার নোট তুলে দিচ্ছেন।

ভিডিওটি সকলেরই খুব পছন্দ করছিলেন নেটিজেনরা। এখনও পর্যন্ত প্রায় ১.৭ মিলিয়ন মানুষ সেই ভিডিওটি দেখেছেন। ভিডিওটির সাথে ক্যাপশনে লেখা ছিল ভারতের অলিতে গলিতে এইরকম প্রতিভা ছড়িয়ে আছে। অনেক দর্শকই সেই ক্যাপশনে সাথে একমত হয়েছেন। কিন্তু তারপর জানা গেছে ওই গায়ক ব্যক্তি কোনও গেরুয়াধারী সন্ন্যাসী নন। তিনি হলেন উত্তর ২৪ পরগণার বিখ্যাত শহর, নৈহাটির একজন পেশাদার ভোকালিস্ট এবং কম্পোজার ‘কুমার গৌরব চক্রবর্তী’। সন্ন্যাসীর ছদ্মবেশে তিনি ওই কাজটি করেছেন।

সত্যি সামনে আশার পর সকলের মনেই প্রশ্ন উঠেছিল যে হঠাৎ তিনি ছদ্মবেশ ধরে জনবহুল অঞ্চলে গান গাইতে শুরু করলেন কেন! এই প্রশ্নের জবাবও পাওয়া গেছে। কুমার গৌরব এই মুহূর্তে সুপার সিঙ্গার সিজন থ্রি নামক জনপ্রিয় একটি মিউজিক্যাল রিয়্যালিটি শো-তে অংশগ্রহণ করছেন। যেখানে প্রতিযোগিদের একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে ছদ্মবেশে সেই প্রতিযোগিদের গান গেয়ে পয়সা রোজগার করে দেখতে হবে। কুমার গৌরব ঠিক সেটাই সফলভাবে করে দেখিয়েছেন। আর মানুষ তার গানের গলা খুবই পছন্দ করেছেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর