বাংলাহান্ট ডেস্ক: বেশ কয়েক বছর ধরে একই ধরনের ছবি করে চলেছেন জন আব্রাহাম (John Abraham)। অ্যাকশন ঘরানার ছবিতে নিজের সেরাটা বের করে আনলেও দর্শকরা ফিরেও তাকাচ্ছেন না তাঁর দিকে। তাঁর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘অ্যাটাক’ও (Attack) ব্যতিক্রম নয়। গত ১ লা এপ্রিল মুক্তি পেয়েছে ছবিটি। কিন্তু দর্শক ‘এপ্রিল ফুল’এর মতোই উড়িয়ে দিয়েছেন জনকে।
শুরুতেই কার্যত মুখ থুবড়ে পড়েছে অ্যাটাক। প্রথম দিনে মেরেকেটে মাত্র ৩ কোটি টাকা তুলতে পেরেছে এই ছবি। দ্বিতীয় দিনেও ছবিটা একই রকম। শনিবারেও ৩-৫ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে অ্যাটাক। বোঝাই যাচ্ছে, দর্শকরা শুরুতেই কার্যত মুখ ফিরিয়ে নিয়েছেন জনের ছবির দিক থেকে।
অবশ্য পরিস্থিতিটা যে এমন হবে তা আগে থেকেই জানা ছিল। কারণ এই মুহূর্তে বক্স অফিস কাঁপাচ্ছে বলিউডের ‘দ্য কাশ্মীর ফাইলস’ ও দক্ষিণের ‘আর আর আর’। এস এস রাজামৌলির ব্রহ্মাস্ত্রর সামনে কাশ্মীর ফাইলস টিকে গেলেও ঝড়ে উড়ে গিয়েছে অ্যাটাক। এমতাবস্থায় ফিল্ম সমালোচকরাও খুব একটা আশার আলো দেখছেন না অ্যাটাককে নিয়ে।
এর আগে অ্যাটাকের প্রচারে কাশ্মীর ফাইলস প্রসঙ্গে জনকে প্রশ্ন করা হলে রীতিমতো ক্ষেপে ওঠেন তিনি। অভিনেতা সরাসরি বলে ওঠেন, তিনি ছবিটি দেখেননি আর কিছু বলতেও চান না। সাংবাদিকদের তীব্র আক্রমণ করে জন বলেন, তাদের বলা হয়েছে বিতর্ক তৈরি করতে। তাই এখানে এসে কাশ্মীর ফাইলসের প্রসঙ্গ তুলছেন। অ্যাটাক ছবির প্রচার করতে বসেছেন তিনি। তাহলে কাশ্মীর ফাইলস নিয়ে কথা কেন বলবেন? প্রশ্ন জনের। সেই সঙ্গে তিনি সাবধান করে দেন, ঘুরেফিরে সেই একই ধরনের প্রশ্ন যেন না করা হয়।
এখন অনেকেই কটাক্ষ করছেন, কৃতকর্মের ফল পাচ্ছেন জন। যে ছবি সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি সেই ছবির কাছেই গোহার হারছেন তিনি। প্রসঙ্গত, অ্যাটাক ছবির গল্প ভারতের প্রথম সুপার সোলজারকে নিয়ে। ছবির সহ প্রযোজনা করছেন জন আব্রাহাম নিজেই।