CSK-র বিরুদ্ধে দুরন্ত জয় পেল পাঞ্জাব, টানা ৩ ম্যাচে হার ধোনিদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আরও একবার হারের মুখ দেখলেন ধোনিরা। আইপিএল ২০২২-এ টানা তিন ম্যাচে হারলো সিএসকে। আজ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েও ভাগ্য ফিরলো না জাদেজাদের। ব্যাট করতে নেমে শুরুটাই দুর্দান্ত ভাবে করেছিল পাঞ্জাব কিংস। শুরুতেই ময়ঙ্ক আগরওয়াল এবং রাজাপাকসা-কে হারাতে হলেও রানের গতিতে প্রভাব পড়েনি। পাওয়ার প্লে-তে ৭২ রান বোর্ডে তোলে তারা। সৌজন্যে শিখর ধাওয়ান (৩৩) এবং লিয়াম লিভিংস্টোনের (৬০) দুরন্ত ব্যাটিং। কিন্তু পরপর দুই ওভারে জাদেজা এবং ব্রাভো তাদের দুজনকে ফিরিয়ে চেন্নাইকে ম্যাচে ফেরত আনেন।

এরপর জিতেশ প্যাটেল (১৭ বলে ২৬) ছাড়া আর কেউই টিকতে পারেননি। প্রিটোরিয়াস ও ক্রিস জর্ডানের দুর্দান্ত বোলিংয়ের সামনে সুবিধা করে উঠতে পারেনি পাঞ্জাবের মিডল অর্ডার। এই ম্যাচে ডেথ বোলিংয়ের সমস্যার সমাধান করতে করতে ইংল্যান্ডের তারকা জর্ডান-কে সুযোগ দেওয়া হয়েছিল। তিনি ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন। একসময় অনায়াসে ২০০ পেরিয়ে যাবে মনে হলেও পাঞ্জাবের স্কোর ২০ ওভারের শেষে গিয়ে দাঁড়ায় ১৮০-তে।

কিন্তু ব্যাটিং করতে নেমে ফের একবার দ্রুত ফিরে যান ঋতুরাজ গায়কোয়াড। চলতি মরশুমে একেবারেই ভালো ফর্মে নেই তিনি। ভালো শুরু করেও মাত্র ১৩ রানেই আউট হন উথাপ্পা। খাতা খোলার আগেই ফিরে যান মঈন আলী। খাতা খুলতে ব্যর্থ হন জাদেজাও। গত দুই ম্যাচে দুরন্ত ব্যাটিং করা ধোনি আজ স্পিনারদের সামনে ছিলেন অসহায়। ২৮ টি বল নষ্ট করে ফিরলেন মাত্র ২৩ রান করে।

dube shivam

একমাত্র ব্যতিক্রম শিবম দুবে। দুরন্ত ব্যাটিং করে ৩০ বলে ৫৭ রান করে লিভিংস্টোনের শিকার হন তিনি। তিনি ফেরার সাথে সাথেই চেন্নাইয়ের যাবতীয় আশা শেষ হয়ে গিয়েছিল। শেষপর্যন্ত ২ ওভার বাকি থাকতেই ১২৬ রানে অলআউট হয়ে যান চেন্নাই সুপার কিংস। ব্যাট হাতে ৬০ রান করার পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়েছেন লিভিংস্টোন। প্রত্যেক পাঞ্জাব বোলার আজ উইকেট পেয়েছেন। সর্বোচ্চ ৩ টি উইকেট পেয়েছেন লেগ স্পিনার রাহুল চাহার। ২ টি উইকেট নিয়েছেন তরুণ প্রতিভাবান পেসার বৈভব অরোরা। রাবাডা, ওডেন স্মিথ এবং অর্শদীপ ১ টি করে উইকেট পেয়েছেন। এই জয়ের পর ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টপ ফোরে উঠে এলো পাঞ্জাব কিংস।


Reetabrata Deb

সম্পর্কিত খবর