বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের জন্য সময়টা একদম ভালো যাচ্ছে না। রাজ্যে একাধিক বিতর্কের মধ্যে একেই কোণঠাসা অবস্থায় রয়েছে দল। আর এর মাঝে তৃণমূল ত্যাগ করে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে যোগ দিতে চলেছেন অশোক তানওয়ার। ফলে সাংগঠনিক দিক থেকে ধাক্কা খেতে চলেছে তৃণমূল কংগ্রেস।
অশোক তানওয়ারের মতো জনপ্রিয় নেতার দলত্যাগ যে দলে বিশাল প্ৰভাব ফেলবে, তা বলা যায় এবং এর ফলে দেশে প্রভাব বিস্তার করার যে স্বপ্ন দেখেছিলেন মমতা ব্যানার্জি, তাও ধাক্কা খেলো বলে মত বিশেষজ্ঞদের।
সূত্রের খবর, এদিন তৃণমূল কংগ্রেস ত্যাগ করে হরিয়ানায় অরবিন্দ কেজরিওয়ালের হাত শক্ত করতে চলেছেন প্রাক্তন কংগ্রেস প্রদেশ সভাপতি তথা প্রাক্তন সাংসদ অশোক তানওয়ার। কেরিয়ারের শুরুতে কংগ্রেস দল করলেও 2021 সালের নভেম্বর মাসে তৃণমূলে যোগদান করেন এই নেতা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়লাভের পর বাকি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গোটা ভারতবর্ষে নিজেদের শক্তি প্রদর্শন করা ছিল তৃণমূলের উদ্দেশ্য। আর সে কারণেই মমতা ব্যানার্জি হরিয়ানার দায়িত্ব দেন অশোককে।
আশা করা হচ্ছিল, হরিয়ানায় সাংগঠনিকভাবে শক্তিশালী হবে তৃণমূল কংগ্রেস দল কিন্তু বর্তমানের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর ঘুরে যায় খেলা। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মমতা ব্যানার্জির দল ছেড়ে দ্রুত আম আদমি পার্টিতে যোগ দিতে চলেছেন অশোক তানওয়ার। মনে করা হচ্ছে পাঞ্জাবে বিপুল জয়লাভের পর আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল হরিয়ানা দখল করার চেষ্টায় রয়েছেন এবং সে কারণেই অশোকের এই দল পরিবর্তন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।