বাংলাহান্ট ডেস্ক: টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় ও সফল অভিনেতাদের মধ্যে অন্যতম চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjit Chakraborty)। এক সময় চুটিয়ে কাজ করেছেন বড়পর্দায়। পরবর্তীকালে পা রেখেছেন রাজনীতিতে। অভিনয় থেকে দূরত্ব একটু হলেও বেড়েছে। আগের মতো আর সিনেমা করেন না চিরঞ্জিৎ। তবে অভিনেতা হিসাবে তাঁর জনপ্রিয়তায় খুব একটা ভাঁটা পড়েনি।
আগামীতে ‘মানি মাফিয়া’ (Money Mafia) নামে একটি ছবিতে দেখা যাবে চিরঞ্জিৎকে। কলকাতার বুকে ঘটে যাওয়া যাওয়া বড়সড় আর্থিক দুর্নীতির ঘটনা নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। কেলেঙ্কারির মূল হোতা ছিলেন কেতন পারেখ নামে এক ব্যক্তি। ১২০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটিয়েছিলেন তিনি।
২০০৮ সালে এই ঘটনা হইচই ফেলে দিয়েছিল শহরের বুকে। এই কেতন পারেখ আবার হর্ষদ মেহতারও বিশেষ পরিচিত ছিলেন। পরে নানা ঘটনাবলীতে এই বিরাট কেলেঙ্কারির কথা ধামাচাপা পড়ে যায়। অতীত খুঁড়ে সেই ঘটনাকেই আবারো তুলে এনে নাটকীয় রূপ দিতে চলেছেন পরিচালক সত্যজিৎ দাস।
ছবিতে আর্থিক কেলেঙ্কারির ঘটনার তদন্তকারী অফিসারের চরিত্রে দেখা যাবে চিরঞ্জিৎকে। অভিযুক্ত কেতন পারেখের ভূমিকায় অভিনয় করছেন সুরজিৎ মানা। এছাড়াও থাকছেন জয় সেনগুপ্ত, অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়, দেবপ্রসাদ হালদার, রিয়া সরকার সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা।
শহর কেন্দ্রিক ছবি, তাই কলকাতার বুকের আনাচে কানাচে ঘুরেই হচ্ছে শুটিং। এখনো পর্যন্ত লালবাজার, শেয়ার বাজার, বিধাননগর, ডালহৌসি, ধর্মতলার মতো এলাকায় হয়েছে শুট। উল্লেখ্য, মানি মাফিয়া কিন্তু শুধু বাংলা ভাষাতেই আটকে থাকছে না। হিন্দি সহ তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পেতে চলেছে চিরঞ্জিতের ছবি।