হিজাব বিতর্কে প্রতিবাদী মুসকান খানের প্রশংসায় আলকায়দার জঙ্গি নেতা! ‘বোন’ বলে সম্বোধন

বাংলা হান্ট ডেস্কঃ কর্ণাটক হিজাব বিতর্ক দিন দিন বেড়েই চলেছে। কলেজে কিছু ছাত্রী হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকার চেষ্টা করলে সেখানকার কর্তৃপক্ষ এবং বিজেপির বিধায়ক তাদের ধর্মীয় পোশাক পরে কলেজে ঢুকতে বাধা দেয়। ছাত্রীরাও অনড় থাকলে এই নিয়ে বিতর্ক শুরু হয়। এরপর কর্ণাটক হাইকোর্টে মামলা শুনানি হয় এবং হাইকোর্ট জানায়, ধর্মীয় পোশাক পরে কলেজে ঢোকা নিষেধ।

আর এবার এই মামলায় একটি ভিডিও প্রকাশ করে বিতর্ক বাড়াল বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার নেতা আয়মান আল-জাওয়াহিরি। নয় মিনিটের ভিডিওয় জাওয়াহিরি কর্ণাটকের কলেজ ছাত্রী মুসকান খানের প্রশংসা করেছে। মুসকান হলেন সেই ছাত্রী যিনি কর্ণাটকে ছাত্রদের ‘জয় শ্রী রাম’ স্লোগানের প্রতিবাদে ‘আল্লাহ হু আকবর’ স্লোগান তুলেছিলেন।

ভিডিওতে জাওয়াহিরি মুসকান খানকে তার ‘বোন’ বলে সম্বোধন করে। এমনকি সে তাঁর প্রশংসায় একটি কবিতাও পড়ে। জাওয়াহিরির এই ভিডিওর সাথে একটি পোস্টার শেয়ার করে, যাতে লেখা, ‘ভারতের মহান মহিলা’। এরপর জাওয়াহিরিকে মুসকানের জন্য একটি কবিতাও আবৃত্তি করতে দেখা যায়। গোটা ভিডিও জুড়ে সে মুসকানের ভূয়সী প্রশংসা করে। জঙ্গি নেতা বলে, “কলেজ প্রাঙ্গণে যখন সবাই জয় শ্রী রাম স্লোগান তুলছিলো, তখন নির্ভীক হয়ে মুসকানের পাল্টা স্লোগান প্রমাণ করে সে কতটা সাহসী।”

নভেম্বরের পর জাওয়াহিরির এই ভিডিও প্রমাণ করলো যে, তাঁর মতো সন্ত্রাসী এখনো সক্রিয় রয়েছে। ভারতের বুকে ঘটা হিজাব মামলা নিয়ে তাঁর এই ভিডিও বিতর্ক যে আরো বাড়াবে, তা অনস্বীকার্য।


Sayan Das

সম্পর্কিত খবর