মুসলিম প্রধান দেশগুলিতে লাউড স্পিকারে আজান নিষিদ্ধ, তাহলে ভারতে চালু কেন? প্রশ্ন গায়িকা অনুরাধার

বাংলাহান্ট ডেস্ক: লাউডস্পিকারে আজান শোনানো নিয়ে ফের শুরু বিতর্ক। বহুবার বিষয়টা নিয়ে তর্ক বিতর্ক চলেছে। এবার মুখ খুললেন গায়িকা অনুরাধা পারোয়াল (Anuradha Paudwal)। তাঁর প্রশ্ন, বিভিন্ন মুসলিম দেশগুলিতে লাউড স্পিকারে আজান দেওয়ায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। তাহলে ভারত ব‍্যতিক্রম কেন?

সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে অনুরাধা বলেন, কর্মসূত্রে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরেছেন। কিন্তু এখানে যেমনটা হয় তেমনটা আর কোথাও হয় না বলে দাবি গায়িকার। তাঁর কথায়, “আমি কোনো ধর্মের বিরুদ্ধে নই, কিন্তু এখানে কিছু জিনিস নিয়ে বাড়াবাড়ি হয়।”

kerala woman claims to be daughter of singer anuradha paudwal moves court and seeks rs 50 cr compensation
তিনি আরো বলেন, “জোরে জোরে লাউড স্পিকারে আজান দেওয়া হয়। এর জন‍্য অন‍্যরা ভাবে, আমরা কেন চালাব না লাউড স্পিকার?” অনুরাধা জানান, মধ‍্য প্রাচ‍্যের মুসলিম প্রধান দেশগুলিতেই লাউড স্পিকারে আজান দেওয়া নিষিদ্ধ। তাহলে ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে এমন নিয়ম কেন?

গায়িকার মতে, লাউড স্পিকারে উচ্চস্বরে আজান দেওয়ার জন‍্য ধর্মীয় রেষারেষি তৈরি হচ্ছে। একদল জোরে আজান চালানোয় অন‍্য দল দাবি করছে, লাউড স্পিকারে জোরে হনুমান চালিশাও চালানো হবে। এতে বিতর্ক আরো বাড়ছে যেটা একেবারেই কাম‍্য নয়।

দেশের তরুণ প্রজন্মের প্রতিও বিশেষ বার্তা দিয়েছেন অনুরাধা পারোয়াল। নিজের দেশের, ধর্মের সংষ্কৃতিকে গভীর ভাবে জানা উচিত এখনকার তরুণ প্রজন্মকে, মত গায়িকার। তিনি বলেন, “সবাইকে একসঙ্গে থাকতে হবে। সারা বিশ্বে যে সব সংষ্কৃতির লোকেরা রয়েছেন তারা সবাই একসঙ্গে থাকেন। সংখ‍্যায় আমরা বেশি কিন্তু আমরা একসঙ্গে নেই।”

অনুরাধার কথায়, “আমাদের উচিত আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়া। আমাদের ধর্ম সম্পর্কে জানানো। আমাদের জানা উচিত যে আমাদের ধর্মগুরু আদি শঙ্করাচার্য। প্রত‍্যেক খ্রিস্টান পোপের ব‍্যাপারে জানে। তাহলে আমাদের নিজেদের ধর্ম সংষ্কৃতি নিয়ে জ্ঞান এত কম কেন? পুরাণ, ধর্মগ্রন্থের মতো বিষয়গুলি সম্পর্কে আমাদের জানা উচিত।”


Niranjana Nag

সম্পর্কিত খবর