সারদার পর এবার লটারি দুর্নীতি! তৃণমূলের বিরুদ্ধে ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ শুভেন্দুর

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে চিটফান্ডের মতই লটারিতেও দুর্নীতি করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার নন্দীগ্রামের একটি অনুষ্ঠানে এই বলেই তোপ দাগতে গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। একই সঙ্গে গতকাল কাঁথি মহকুমা হাসপাতালে মেলা বাংলাদেশী ওষুধ নিয়েই একহাত নিলেন রাজ্যকে।

রাজ্যের লটারি সম্পর্কে বড়সড় অভিযোগ আনতে দেখা যায় শুভেন্দুকে। এদিন তিনি বলেন, ‘স্টেট লটারি বন্ধ করা হয়েছে। যেখান থেকে একটা বড় কর রাজ্য সরকার পেত। সেই জায়গায় ডিয়ার লটারি-কে বিধানসভা নির্বাচনের সময় আমদানি করা হয়েছে। এটা দক্ষিণ ভারতীয় একটি কোম্পানি। বিধানসভা ভোটে তৃণমূলের পরামর্শদাতারা একে আমদানি করেছে। এর জন্য ২০০ কোটি টাকা তৃণমূল কংগ্রেস নিয়েছে। নাগাল্যান্ড, সিকিম-এর ঘটনা প্রমাণ করেছে চিটফান্ডের মত এটিও একটি দুর্নীতি। পশ্চিমবঙ্গের লোককে অনুরোধ করব দয়া করে এই ফাঁদে পা দেবেন না।’

তাঁকে আরও বলতে শোনা যায়, ‘অনুব্রত মণ্ডল লটারিতে ফার্স্ট প্রাইজ পায় কী করে? এটি আরেকটি চিটফান্ডের মত স্ক্যাম। যারা পুরস্কার পাচ্ছে পুরো তৃণমূল থেকে লিস্ট করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের কাছে আবারও একবার সারদা-রোজভ্যালির মত মানুষকে সর্বশান্ত করার ফাঁদ পেতেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ বাংলার মানুষকে বিরোধী দলনেতা হিসেবে সাবধান করছি, আর এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে বলছি নাগাল্যান্ড সিকিম এর মতো এখানেও তদন্ত হওয়া দরকার।’

অন্যদিকে বাংলাদেশী ওষুধ নিয়েও সরব হয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘লজ্জা রাখার কোনো জায়গা নেই। গোটা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করেছে। বাংলাদেশের বঙ্গবন্ধু মুজিবুর রহমানের খুনি মাজেদ পার্ক সার্কাসে থাকে ১৫ বছর। বারুইপুরে লালটু শেখ, আব্দুল মান্নানকে পাওয়া যায়। জামাতের লোকেদের পুরো কোস্টাল বেল্ট দিয়ে প্রতিদিন ঢোকাচ্ছে। রাজ্যকে এই জায়গায় নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।’ এই পুরো বিষয়টিতে এখনও অবধি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাজ্য সরকার বা তৃণমূলের তরফে।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর