বাংলাহান্ট ডেস্ক: সাত বছর আগে মুক্তি পেয়েছিল ‘বেলাশেষে’। সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ও স্বাতীলেখা সেনগুপ্তর (Swatilekha Sengupta) জুটি দর্শকদের মন ভরিয়ে দিয়েছিল। পরিচালক শিবপ্রসাদ নন্দিতা আবারো ম্যাজিক দেখিয়েছিলেন পর্দায়। অবশেষে আবারো ফিরছে সৌমিত্র স্বাতীলেখার গল্প। শেষ বারের মতো পর্দায় জীবন্ত হয়ে উঠবেন দুই কিংবদন্তি।
আগামী ২০ মে মুক্তি পেতে চলেছে ‘বেলাশুরু’। না, এটি বেলাশেষের সিক্যুয়েল নয়। তবে বেলাশেষের পরিবারকেই এই ছবিতে আবারো দেখা যাবে বলে খবর। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির দ্বিতীয় গান ‘টাপা টিনি’। বীরভূমের বিয়ের লোকগান হল টাপা টিনি।
গানে একসঙ্গে নাচবেন অপরাজিতা আঢ্য, ঋতুপর্ণা সেনগুপ্ত, মনামী ঘোষ ও ইন্দ্রাণী দত্ত। সঙ্গে পা মেলাতে দেখা যাবে স্বাতীলেখাকেও। টাপা টিনি গানে সুর দিয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী, উপালী চট্টোপাধ্যায় এবং খ্যাঁদা। আগামীকাল অর্থাৎ ৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘টাপা টিনি’।
বেলাশুরুর প্রথম গান ‘সোহাগে আদরে’ মুক্তি পেয়েছিল গত মাসে। ২৯ মার্চ অনুপম রায়ের জন্মদিনে প্রকাশ্যে এসেছিল ছবির প্রথম গান। আসলে তিনিই ওই গানে সুর দিয়েছেন এবং গেয়েওছেন। সঙ্গীতপ্রেমীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে গানটি।
শিবপ্রসাদ নন্দিতার ‘বেলাশেষে’তে বর্ষীয়ান দম্পতির চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র স্বাতীলেখা। সে ছবি দারুন জনপ্রিয় হয়েছিল। তবে জানা যাচ্ছে, ‘বেলাশুরু’ আগের ছবির সিক্যুয়েল নয়। একই অভিনেতা অভিনেত্রীদের টিম থাকলেও আলাদা পরিবারের গল্প উঠে আসবে এই ছবিতে।
https://www.instagram.com/tv/CcCPxeXF8Cw/?igshid=YmMyMTA2M2Y=
২০২০ র নভেম্বরে প্রয়াত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ২০২১ এর জুনে প্রয়াত হন স্বাতীলেখা। জুটি হিসাবে এটাই তাঁদের শেষ ছবি। আগামী ২০ মে মুক্তির অপেক্ষায় ‘বেলাশুরু’।