ভারতের ১২ মৎস্যজীবী আটক, জামিনের জন্য ১ কোটি করে টাকা চাইল শ্রীলঙ্কার আদালত

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, শ্রীলঙ্কার নৌসেনা রামেশ্বরমের জল সীমানা থেকে 12 জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, শ্রীলঙ্কার আদালত তাদের জামিনের খাতিরে প্রতিটি জেলের জন্য 1 কোটি টাকা করে ধার্য করেছে। আর বর্তমানে প্রতিবেশী দেশের আদালতের এই অবাক করা সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে ভারত।

সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুসারে, অল মেকানাইজড অ্যাসোসিয়েশনের সভাপতি পি জেসুরাজ বলেছেন, “আদালত সেখানে গ্রেফতার হওয়া জেলেদের মুক্তির জন্য 1 কোটি টাকা নির্ধারণ করেছে শুনে আমরা প্রথমে অবাক হয়ে যাই। একজন জেলে কীভাবে 1 কোটি টাকা জোগাড় করতে পারবে? এত বিশাল পরিমান অর্থ থাকলে কি সে এই পেশায় আসত?” জেসুরাজ বলেন, ” আমাদের প্রায় 85 টি নৌকা এখনও শ্রীলঙ্কার দখলে রয়েছে।” আদালতের এই চমকপ্রদ সিদ্ধান্তে হতবাক হয়ে গেছেন দক্ষিণী অভিনেতা কমল হাসানও।

রামেশ্বরম ফিশারম্যানস অ্যাসোসিয়েশনের সভাপতি দেবদাস এদিন বলেন, “ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একটি শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। এর পরেও শ্রীলঙ্কা ছাড়া আর অন্য কোনো দেশকে দেখা যায়না যারা জীবিকার জন্য কঠোর সংগ্রাম করা আমাদের জেলেদের সঙ্গে এমন খারাপ আচরণ করে। ভারত সরকার কেন দর্শক হয়ে দেখছে?” এছাড়াও ভারতের বিদেশমন্ত্রীর শ্রীলঙ্কায় কূটনৈতিক সফরের সময় তাদের এহেন আচরণে বিস্ময় প্রকাশ করেছেন রামেশ্বরম ফিশারম্যানস অ্যাসোসিয়েশনের সভাপতি।

তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমানে শ্রীলঙ্কার নিয়ন্ত্রণে থাকা কাটচাতিভু দ্বীপই হলো তামিলনাড়ুর জেলেদের গ্রেফতারের একটি প্রধান কারণ। এই প্রসঙ্গে ডিএমকে মুখপাত্র আইনজীবী শ্রবণন বলেন, “এই অস্বাভাবিক পরিমাণের অর্থ দাবি করার একটি কারণ হতে পারে এবং তা শ্রীলঙ্কা সরকার জানে যে, এই অর্থ কখনোই পরিশোধ করতে পারবে না জেলেরা।”

এছাড়াও তিনি বলেন, ” শ্রীলঙ্কার বিবেচনা করা উচিত যে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন শ্রীলঙ্কার উত্তরাঞ্চল সহ গোটা দেশে ত্রাণ পাঠানোর জন্য কতো কঠোর পরিশ্রম করছেন।” তবে এরপর তিনি সকলকে আশ্বস্ত করে জানান যে, তামিলনাড়ু সরকার কূটনৈতিক মাধ্যমে খুব দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করছে।


Sayan Das

সম্পর্কিত খবর