মাফিয়াদের থেকে জমি ছিনিয়ে গরিবদের হাতে তুলে দেবে সরকার, জানালেন খোদ মুখ্যমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : এবার রাজ্যের আইনশৃঙ্খলার ব্যাপারে কড়া পদক্ষেপ করতে শোনা গেল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। শনিবার মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক সারেন তিনি। সেখানেই রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণের সঙ্গে সঙ্গেই মাফিয়াদের নির্মূল করে সেই জমিতে গরীবদের প্লট দেওয়ার কথাও জানিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী।

এদিনের এই বৈঠকে তিনি কালেক্টর, কমিশনার, এসপি এবং আইজিদের উদ্দ্যেশ্যে বলেন, ‘সুশাসন মানে উন্নত আইন এবং প্রশাসন। মধ্যপ্রদেশের জেলাগুলিয়ে কালেক্টর এবং এসপিরা মাফিয়া নির্মূল করতে ভালো কজা করেছে। সুশাসনের লক্ষ্য রাষ্ট্র থেকে মাফিয়াদের নির্মূল করা। এই কাজের মাধ্যমেই আমরা আমাদের রাজধর্ম পালন করি। কালেক্টরদের বলছি, মাফিয়াদের জেলে পাঠিয়ে তাদের নেটওয়ার্ক সম্পূর্ণ রূপে ধ্বংস করুন। অপরাধীদের আমরা রেহাই দেব না।’

যে সমস্ত সরকারি আধিকারিকরা ভালো কাজ করেন না, তাঁদেরকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন চৌহান। শেওপুর, নিওয়ারি সহ চারটি শহরে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে কাজ না করা পুরসভার প্রধান নির্বাহী আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন মুখ্যমন্ত্রী।

এদিন শিবরাজ সিং চৌহান আরও বলেন, ‘আমাদের সঙ্কল্প দেশের মধ্যে সেরা কাজ করে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া। গত তিন মাসে ২২৩৪.৮০ একর জমি ভূমিমাফিয়া মুক্ত করা হয়েছে। এই জমিতে গরীবদের প্লট দেওয়া হবে।’ এই ব্যাপারে সমস্ত তথ্য জনসাধারণকে জানানোর নির্দেশ দেন তিনি। একই সঙ্গে রাজ্যে অবৈধভাবে লুকিয়ে থাকা বাংলাদেশী এবং বেআইনি অস্ত্র খুঁজে বের করে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও বলতেও এদিন শোনা যায় তাঁকে।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর