কথায় আছে, ‘নিজের জালে শেষ পর্যন্ত নিজেকেই জড়াতে হয়’, আর এবার এই প্রবাদই যেন সত্যি প্রমাণিত হলো সদ্য পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এলাকার বুকে ঘটা একটি ঘটনায়। জানা যাচ্ছে, মদের দাম মেটানোকে কেন্দ্র করে বচসা সৃষ্টি হয় এবং সেই বচসার জেরে শেষ পর্যন্ত বোমা ফেটে জখম হন এক দুষ্কৃতী।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এলাকার ঘোলগেড়িয়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, গতকাল এলাকার একটি মদের দোকানের সামনে আচমকাই উত্তেজনার সৃষ্টি হয়। জানা যাচ্ছে, মদ কেনা নিয়ে দোকান মালিকের সঙ্গে বচসা সৃষ্টি হয় তুলসী মহাপাত্র নামের এক দুষ্কৃতীর। এলাকাবাসীর মতে, এই দুষ্কৃতীর বিরুদ্ধে এর আগেও এলাকায় নানান বেআইনি কাজ এবং উত্তেজনা সৃষ্টির অভিযোগ ছিলো।
গতকাল স্থানীয় মদের দোকানে বোতলের দাম মেটানো নিয়ে দোকান মালিকের সাথে প্রথমে ঝগড়া বাঁধে তুলসীর। এরপর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, বিবাদ চলাকালীন আচমকাই ব্যাগ থেকে বোমা বার করে দোকানের উদ্দেশ্যে ছোড়ে ওই দুষ্কৃতী।
তবে, শেষ পর্যন্ত দেখা যায় নিজের জালে নিজেই জড়িয়ে যায় সে। স্থানীয়দের দাবি, বোমা ছুড়তে গিয়ে সেই মুহূর্তে হাত ফস্কে তা নিজের পায়ের কাছে এসে পড়ে এবং আচমকা বোমা ফাটার ফলে সেখানেই জখম হন তুলসী মহাপাত্র নামের ব্যক্তিটি। এরপর খড়গপুর মহকুমা হাসপাতালে তাকে ভর্তি করা হয় বলে জানা যাচ্ছে। এই ঘটনার পর এলাকাবাসীরা স্থানীয় থানায় খবর দিলে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। তদন্ত শুরু করার পর অবশ্য পুলিশ দাবি করেছে, দোকানের সামনে বোমা নয় বরং বাজি ফাটার ফলেই এই ঘটনাটি ঘটেছে। তবে দিন-দুপুরে এলাকার মধ্যে এহেন ভয়ঙ্কর ঘটনার ফলে ভীত সন্ত্রস্ত সকল এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত সমাধানের আর্জি জানিয়েছে বলে জানা যাচ্ছে।