নিজের হাতে বন্ধু মোদীর প্রিয় খিচুরি রান্না, ছবি পোস্ট করে ঝড় তুললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক : গত ২ এপ্রিল স্বাক্ষরিত হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যের বাণিজ্য চুক্তি। এবার সেই চুক্তি উদযাপন করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পছন্দের খিচুড়ি রাঁধলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। শনিবার নিজের ইন্সটাগ্রামে সেই চাল এবং মুসুর ডালের খিচুড়ির ছবিও পোস্ট করেন তিনি।

সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ভারতের সঙ্গে আমাদের নতুন বাণিজ্য চুক্তি উদযাপন করতে আমি আজ রাতে রান্না করার জন্য যে তরকারি গুলি বেছে নিয়েছি সেগুলির সবই আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাটের খাবার। এর মধ্যে রয়েছে তাঁর সবচেয়ে পছন্দের খিচুড়ি’।

স্যোশাল মিডিয়ায় বন্ধুর এই রান্নার ছবি দেখে আপ্লুত নরেন্দ্র মোদী। তিনি কমেন্ট করে জানিয়েছেন যে মরিসনের রান্না করা ভারতীয় খাবার গুলি অত্যন্ত সুন্দর দেখতে হয়েছে এমন দেখেই বোঝা যাচ্ছে কতখানি সুস্বাদু খেতে সেগুলি।

 

View this post on Instagram

 

A post shared by Scott Morrison (@scottmorrisonmp)

এর আগেও নিজের রন্ধণশিল্পের দক্ষতায় ঝড় তুলেছেন স্যোশাল মিডিয়ায়। ২০২০ সালে এক ট্রে ভর্তি ভাজাভুজি হাতে দেখা গিয়েছিল তাঁকে। তিনি জানিয়েছিলেন সেই ভাজাভুজিও তাঁরই বানানো ছিল।

উল্লেখ্য, ২ এপ্রিল ভারত এবং অস্ট্রেলিয়া একটি অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। যার ফলে ইঞ্জিনিয়ারিং পণ্য, রত্ন, ইত্যাদির পাশাপাশি টেক্সটাইল, চামড়া ইত্যাদি ভারত থেকে অস্ট্রেলিয়ায় রপ্তানি ৯৬% ক্ষেত্রে কর মুক্ত হবে। সরকারের অনুমান এই চুক্তিটি পণ্য ও পরিষেবার দ্বিপাক্ষিক বাণিজ্যকে পাঁচ বছরে ৪৫-৫০ বিলিয়ন ডলারে উন্নিত করবে, যা ভারতে ১০ লক্ষ কর্মসংস্থান তৈরি করবে।

X