বাংলাহান্ট ডেস্ক: নতুন সিরিয়ালের (Bengali Serial) প্রোমো দেখে ঠিক যতটা আনন্দ হয়, ততটাই ভয়ও জাঁকিয়ে বসে দর্শকদের মনে। অন্য কোন সিরিয়ালের উপরে পড়ে খাঁড়ার কোপ! নতুন সিরিয়াল আসা মানেই কোনো একটি পুরনো সিরিয়ালের বিদায় ঘন্টি বেজে যাওয়া। ঠিক তেমনি জি বাংলায় ‘লালকুঠি’র (Laalkuthi) আগমনে মাজপথেই শেষ হয়ে যেতে বসেছে পুরনো সিরিয়াল ‘কড়ি খেলা’ (Kori Khela)।
বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল দুটি সিরিয়াল নিয়ে। যমুনা ঢাকি (Jomuna Dhaki) নাকি কড়ি খেলা, লালকুঠির জন্য কাকে ছেড়ে দিতে হবে জায়গা? জি বাংলার পুরনো সিরিয়াল গুলির মধ্যে সবথেকে কম টিআরপি রয়েছে যমুনা ঢাকি এবং কড়ি খেলার। এই দুটির মধ্যে আবার তুলনামূলক বেশি পুরনো যমুনা ঢাকি। তাই প্রথমে শোনা গিয়েছিল, খাঁড়ার কোপটাও আগে এই সিরিয়ালের উপরেই পড়বে।
একটা সময় টিআরপি তালিকায় নিয়মিত সেরা পাঁচের মধ্যে থাকত যমুনা। সেটা পরে নেমে দাঁড়ায় সেরা দশে। আর এখন তো তাও জুটছে না যমুনার কপালে। বেশ কয়েক সপ্তাহ ধরেই সেরা দশের তালিকা থেকে বেরিয়ে গিয়েছে এক সময়কার এই জনপ্রিয় সিরিয়াল। এমনকি নিজের দীর্ঘদিনের জায়গা ‘গৌরী এলো’র কাছে খুইয়ে রাত সাড়ে দশটার স্লটেও নেমে গিয়েছে।
কিন্তু সাম্প্রতিক পাওয়া খবর বলছে, এত তাড়াতাড়ি জায়গা ছাড়তে রাজি নয় যমুনা। তাই বিদায় দিতে হবে কড়ি খেলাকেই। নতুন ধরনের গল্প নিয়ে শুরু হয়েছিল এই সিরিয়াল। কিন্তু সেভাবে কখনোই সেরা দশের টিআরপি তালিকায় উঠতে পারেনি পারমিতা অপূর্বর জুটি।
অন্যদিকে স্টার জলসায় সাড়ে নটার স্লটে নতুন সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ শুরু থেকেই ভাল টিআরপি তুলছে। তাই অকালমৃত্যু ঘটছে কড়ি খেলার। গা ছমছমে গল্পের লালকুঠি দিয়ে টিআরপি তোলার লক্ষ্যে জি বাংলা। চলতি মাসেই নাকি শুটিং শেষ হচ্ছে কড়ি খেলার। অবশ্য গুঞ্জন অনেক রকম শোনা গেলেও এখনো পর্যন্ত চ্যানেলের তরফে কোনো ঘোষনা করা হয়নি।