পাকিস্তানে ‘চৌকিদার চোর হেয়” স্লোগান, বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে রাস্তায় ইমরান সমর্থকরা

বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানে অব্যাহত রাজনৈতিক সংকট। আজই ঘোষণা হবে সেদেশের নতুন প্রধানমন্ত্রীর নাম। তারই আগে বিক্ষোভ দেখাতে পথে নামলেন ইমরান খানের হাজার হাজার সমর্থক। ইসলামাবাদ, পেশোয়ার, মুলতান, লাহোরের মতন শহরগুলিতে চলছে তুমুল বিক্ষোভ, প্রতিবাদ। স্লোগান উঠছে নতুন সরকারের বিরুদ্ধে। আর এই সময়েই সেখানে শোনা গেল ‘চৌকিদার চোর হেয়’ স্লোগান।

সংসদে আস্থা ভোটে হেরেছেন ইমরান খান। নতুন প্রধানমন্ত্রী হিসেবে চূড়ান্ত হতে চলেছে শাহবাজ শরিফের নাম। সেই মতন দুপুর দুটোয় জাতীয় পরিষদের অধিবেশনও ডাকা হয়েছে। এই পরিস্থিতিতেই প্রতিবাদে পথে নেমেছেন ইমরান খানের সমর্থকেরা।

সেনাবাহিনীকেই চোর বলে সম্বোধন করে স্লোগান তুলছে জনতা। বিক্ষুব্ধ জনগণকে শান্ত করতে মাঠে নামেন ইমরান খানেরই সাবেক মন্ত্রী শেখ রশিদ। সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান না দিতে এবং শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ দেখানোর আহ্বানও জানান তিনি।

অন্যদিকে আবার এরই মধ্যে অনাস্থা প্রস্তাব নিয়ে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ করতে শোনা গেছে ইমরান খানকে। সরাসরি আমেরিকার দিকেই তোপ দেগেছেন তিনি। এরপর ইমরান খানের সমর্থকেরা রাস্তায় নামলে তাঁদের হাতেও দেখা যায় ”Imported Government Rejected’ অর্থাৎ বিদেশ থেকে আমদানিকৃত সরকার স্বাগত নয় এই লেখা প্ল্যাকার্ড। স্লোগানও ওঠে এই কথা বলে। রবিবার রাতেই ট্যুইটারে ভাইরাল হয় #ImportedGovernmentRejected হ্যাসট্যাগটি। এই হ্যাসট্যাগ ব্যবহার করে একরাতেই ট্যুইট করেন প্রায় ২৫ লক্ষ মানুষ।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর