মন্ত্রীকে জেলে ঢোকানো দরকার! ফের বিস্ফোরক কুণাল! উডবার্নকে কয়দীদের আশ্রয়খানা বলেও তোপ

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে তৃণমূলে সবথেকে বেশি যিনি চর্চায় রয়েছেন, তিনি হলেন কুণাল ঘোষ। তার এক একটি কথা যেন তৃণমূলের অনেক নেতাদেরই শূলের মতো বিঁধছে। রাজ্যের একের পর এক মন্ত্রী, তৃণমূল নেতাদের নিয়ে বিস্ফোরক কথা বলতে দেখা গিয়েছে কুণাল ঘোষকে। আর এবার আরও এক মন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।

বগটুই মামলায় অনুব্রত, SSC নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও পরে ফিরহাদ হাকিমকে আক্রমণ করার পর এবার আরও এক মন্ত্রীকে নিয়ে বিস্ফোরক হলেন কুণাল। তবে, এবার সেই মন্ত্রীর নাম তিনি নিজের মুখে নেননি। কিন্তু কুণাল ঘোষের এই বিস্ফোরক মন্তব্যের পর সেই মন্ত্রী কে হতে পারেন, সেই নিয়েই চলছে বিস্তর জল্পনা।

উল্লেখ্য, সারদা মামলা জেলবন্দি থাকাকালীন কুণাল ঘোষের বিরুদ্ধে ২০১৪ সালের ১৩ নভেম্বর প্রেসিডেন্সি জেলে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছিল। বলে দিই, ভারতের আইন অনুযায়ী আত্মহত্যা করাও একটি পাপ। আর এর জন্য সাজাও রয়েছে। আজ সেই মামলার শুনানিই ছিল আদালতে।

আদালতে মামলার শুনানির সময় কাঠগড়াতেই কান্নায় ভেঙে পড়েন কুণালবাবু। তিনি বিচারকের সামনে বলেন, আইকোর মামলায় মঞ্চে বক্তৃতা দেওয়া মানুষটা আমায় পাগল বলেছিল। এরপর কুণাল ঘোষ বলেন, এখন তিনি মন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছেন। জেলে ঢোকানো দরকার। তবে, কে সেই মন্ত্রী তার নাম বলেননি তিনি।

কুণাল ঘোষ এমপি-এমএলএ কোর্টে বলেন, আমার দাঁতের চিকিৎসা করানো হয়নি, অথচ উডবার্নে প্রভাবশালীদের চিকিৎসা হয়। তিনি এও বলেন যে, উডবার্ন হাসপাতাল না কয়দীদের আশ্রয়খানা? কুণাল ঘোষ এও বলেছন যে, সুদীপ্ত সেনের চিঠিতে যাদের নাম রয়েছে, তাঁরা এখন দলবদলে ঘুরে বেড়াচ্ছেন। ওনার এই মন্তব্য যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে ছিল, তা আর বলার অপেক্ষা রাখে না।


Koushik Dutta

সম্পর্কিত খবর