মমতার স্বপ্নের ‘মা ক্যান্টিনে” ১০০ কোটির দুর্নীতির অভিযোগ, আদালতের দ্বারস্থ শুভেন্দু

বাংলাহান্ট ডেস্ক : এবার মুখ্যমন্ত্রীর মা ক্যান্টিনে দুর্নীতির অভিযোগ এনে ক্যাগ অডিটের দাবিতে আদালতে যেতে চলেছে বিজেপি। সোমবার রাজভবনের সামনে দাঁড়িয়ে এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পুরো বিষয়টি তিনি একাধিকবার রাজ্যপালকে জানিয়েছেন বলেও দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা।

বরাবরই মা ক্যান্টিন নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছে বিজেপি। এবার সরাসরি আইনি পথেই হাঁটবে তারা, এমনটাই দাবি রাজ্যের বিরোধী দলনেতার৷ এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘৫ টাকার ডিম ভাতের মা ক্যান্টিন ২০২১-২২ অর্থবর্ষে বাজেটে ঘোষণা হয়নি। বাজেটে ঘোষণা হলে ১ এপ্রিল ২০২১ সাল থেকে এই ১০০ কোটি টাকার প্রকল্প চালু হওয়ার কথা। গত বছর ২৬ ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণা হয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে ১৬ ফেব্রুয়ারি এই ১০০ কোটি টাকা ট্রেজারি থেকে নামিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন পুরসভা, করপোরেশন ইত্যাদি এলাকায়। এটা একটা বড় অর্থনৈতিক দুর্নীতি।’

   

এখানেই শেষ নয়, শুভেন্দু আরও বলেন, ‘বাজেটে বরাদ্দ এভাবে লঙ্ঘন করা যায় না। স্পেশ্যাল ক্যাগ অডিট হওয়া দরকার। আমি রাজ্যপালকে বিষয়টি দুবার জানিয়েছি। আমরা ক্যাগ অডিটের দাবিতে আদালতের দ্বারস্থ হব। যেরকম আমফান দুর্নীতিতে হয়েছে। তবে এক্ষেত্রে আদালতকে সময় বেঁধে দিতে অনুরোধ করব। এটা মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর নেতৃত্বে ১০০ কোটি টাকার দুর্নীতি। আর সব ফিনান্স অফিসার, ট্রেজারি অফিসাররা এর সঙ্গে যুক্ত।’

প্রসঙ্গত উল্লেখ্য, প্রথমে ধুমধাম করে শুরু হলেও পরবর্তীতে পাঁচ টাকার ডিম ভাতের এই মা ক্যান্টিন এখন কার্যতই ডুমুরের ফুল। ফাঁকা স্টল পড়ে থাকলেও খাবারের দেখা মেলে না সেখানে। এই সব কিছু মিলিয়েই বরাবর মা ক্যান্টিনে দুর্নীতির অভিযোগ এনে সরব বিজেপি। এবার আমফানের ত্রানের মতই এই ক্যান্টিনেও ক্যাগ অডিটের পথে তারা। এখনও পর্যন্ত অবশ্য এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী কেউই।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর