বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব ও প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বিকেল ৫টার মধ্যে CBI দফতরে যাওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ।
নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে এই নির্দেশ দিয়েছে হাই কোর্ট। জানা যাচ্ছে যে, অসুস্থতার অজুহাত দেখিয়ে যেন উডবার্নে না যাওয়া হয়, সেটাও বলে দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে।
হাইকোর্টের বিচারপতি অভিষেক গঙ্গোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছেন যে, কোনওমতেই CBI দফতরে হাজিরা এড়াতে পারবেন না তিনি। পাশাপাশি অসুস্থ হওয়ার নামে এসএসকেএম-র উডবার্ন ওয়ার্ডেও ভর্তি হতে পারবেন না। তিনি এও জানান যে, দরকারে গ্রেফতারও করতে পারে সিবিআই। অন্যদিকে, বিচারপতির নির্দেশের স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থবাবুর আইনজীবী।
জানা গিয়েছে যে, বর্তমানে তৃণমূলের পার্টি অফিসে রয়েছেন পার্থবাবু। দুই কেন্দ্রে উপনির্বাচন উপলক্ষ্যে সুব্রত বক্সি ও চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে তৃণমূলের কন্ট্রোল রুমে রয়েছেন তিনি।